সকাল থেকে সাঝ পর্যন্ত
অন্যের জন্য কিছু করতে হয়
যাতে নিজের কোন স্বার্থ নেই
ঐ ধূসর ছবিকেই রাঙিয়ে চলেছি - - -
জীবন কি? কখনো ভাবতে গেলে
কান্নায় সব ভেসে যায়
ব্যাথার ছায়ায়, উদাসীনতার ধোঁয়ায়
দু:খের কালবোশেখির হৃদয়ে স্থায়ী বসত দেখে মনে হয়
এই-ই যদি জীবন হয়! তো মৃত্যু কাকে বলে?
প্রেম এক স্বপ্ন ছিল
সে স্বপ্নের মানে জানতে চেওনা;
বিশ্বাসে কি মিলেছে
কখনো সে ব্যাথার সাগর দেখতে এসোনা।।
###
সকলের প্রিয় ব্লগার নীলপরির " দুঃখ-সাম্রাজ্যের সাম্রাজ্ঞী " পোষ্টে সম্রাজ্ঞী মীনা কুমারীর
কবিতাংশ টুকু অনুভবকে ছুঁয়ে যায়। ব্যাস হয়ে গেল ছায়ানুবাদ কৃতজ্ঞতা নীলপরির প্রতি।
মন্তব্যে লেখার পর পোষ্টাকারে দেবার অনুপ্রেরনায়
মীনা কুমারী
আগ্রহীদের জন্য মূল কবিতা:
Zindagi Yeh Hai
Subh se sha’m talak
Doosro’n ke liye kuch karna hai
Jisme’n khud apna koi naksh nahin
Rang us paikare-tasweer hi mein bharna hai
Zindagi kya hai, kabhi sochne lagta hai yeh zehan
Aur phir rooh pe cha jate hain
Dard ke saye, udasi ka dhuan, dukh ki ghata
Dil mein rah-rah ke khayal a’ta hai
Zindagi yeh hai to phir maut kise kahte hain ?
Pyar ik khwab tha, is khwab ki ta’bir na pooch
Kya mili jurme-wafa ki hame’n ta’zir na pooch
সর্বশেষ এডিট : ২৩ শে আগস্ট, ২০১৭ রাত ৯:৪২