সকল ইয়াতিম জানে পিতা হারানোর যাতনা
আমাকে প্রশ্ন করো না কষ্টানুভুতির
ভবন চাপা পড়া মুমর্ষের কাছে-
অনুভূতি জানতে চাওয়ার বোকামোতে!
হারায় একটি দিনে, যাতনা আজীবন।
প্রতি পল প্রতি মুহুর্ত
যাপিত দিনের প্রতিটি ক্ষনে
শুন্যতা মিশে থাকে নি:শ্বাসের মতো!
শোক বদলে নেয় শক্তিতে
যোগ্য সন্তানেরা। পিতার স্বপ্ন বাস্তবায়নে
খুঁজে পায় প্রশান্তি-অযোগ্যরা বাড়ায় অপ:
পিতার আত্মা গুমরে মরে যাতনায়নে।
দিবসের স্মরণে নয়
হৃদয়ের গহনে গড় বসত;
চেতনায় একাকার পিতানুভব
সন্তানের দিকে চেয়ে জল ঝড়ে অঝোর।
অজানিতে উচ্চারে হৃদয়
রাব্বির হামহুমা কামা রাব্বা ইয়ানা সাগিরা।
সর্বশেষ এডিট : ১৬ ই আগস্ট, ২০১৭ সকাল ৯:৩৬