নাই তুমি বিনে কিছু তোমার
মাধ্যম ব্যতিত নও কিছু আর
অনন্ত অসীমের মিলনের আহবান
মোহাম্মদ সাল্লেআলা’র বার্তা বহন।
দুসরানুভব:
যখন তুমি ছিলে না- কিছুই ছিলো না,
যখন তুমি এলে- সবই পেলে;
নিয়ম বিধান জীবন মৃত্যু
তৃতীয় মাত্রায় বাঁধা পড়ে গেলে।
তিসরানুভব:
মানুষ কেন আসে কেন যায়
শুরু-শেষ কোথায়? এ পথ পরিক্রমা!
আদম থেকে মোহাম্মদ -পথ পেরুতেই হবে:
মুক্তির মহা সোপানে পৌছাতে হলে।
চৌথানুভব:
সমর্পিত হও শুদ্ধতায়
ষড় রিপু যেন অংশী না হয় চেতনায়
অংশীদারিত্ব কখনো হয়না সম্ভব
না প্রিয়ায়, না স্রষ্টায়।
পঞ্চানুভব:
তোমার তুমিতেই সকলে লুকিয়ে
জ্ঞানে, ধ্যানে, অনুভবে খুঁজে নাও -
আদম, নূহ, ঈসা, মূসা ইব্রাহিম, বুদ্ধা, কৃষ্ণা
পূর্ণতার মহান সকল নাম মহামহিম।
========
[ @ সকল পাঠক, শুভানুধ্যায়ী, এবং স্বজনদের কাঠিন্যতার অনুযোগের ভারে - থিম একই রেখে
নতুন করে সহজতর করেছি।
আশা করি প্রিয় ব্লগার ভাই-বোনেরা এবার অনুভবকে খুব সহজেই ছুঁতে পারবেন ।
বিজন রয়, শাহরিয়ার কবির, আবদুল হাক ভাই, ধ্রুবক আলো, গিয়াস ভাই সহ যারা
মন্তব্য দিয়ে কাঠিন্যতা চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা।
নইলে হয়তো এই সহজ অনুকাব্যের জনমই হতো না
সহজ সরল প্রকাশেই লেখকের সার্থকতা
পুরনো কঠিন কপিটা মন্তব্যে ব্যাকআপে রেখে দিলুম ]
সর্বশেষ এডিট : ২৪ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:২৬