শপথ সন্ধ্যার ক্লান্ত ঘরে ফেরা মানুষের
এবং আয়েশরত মানুষের
সন্ধ্যা-প্রভাত ভ্রমণ পিয়াসী মানুষের,
আরো যারা হাসি খেলায় মত্ত
যারা অর্থ গৃধ্নুতায় আচ্ছন্ন
একবারও কি ভেবেছ পালনকর্তার কথা!
###
কি করে অকৃতজ্ঞ হও? জন্ম, আলো, হাওয়া, জল
পুরো জীবনই যেখানে কারো দয়ার!
যখন নি:শ্বাস বন্ধ হবে -তোমার দেহ বারযাখ হবে বিলীন
সত্যালোকে প্রকাশিত হবে তোমার আসল স্বত্তা
যা করেছো সকল কিছুর হিসেব দেখবে নিজেই-
সেদিন কোথায় লুকাবে? ভেবেছো সে লজ্জ্বার কথা!
###
মৃত্যুকে পান করতে হয়!
কি বিস্ময়কর নয়? নাফসিন, জায়েকাত আল মাউত!
রুহ অমর অব্যয় অক্ষয়! অথচ সকল কষ্ট লজ্জ্বা তারই
তোমার আচরণে। নাফসইতো তুমি,
রুহকে মৃত করে রেখেছো! আমিত্বের লাগাম ছেড়ে - -
মানুষ কি নির্বোধ- জ্ঞানের অহমে সারা জগত দেখে বেড়ায়
কিন্তু নিজেকেই নিজে দেখেনা !
সর্বশেষ এডিট : ০৬ ই আগস্ট, ২০১৭ বিকাল ৩:৫৭