১.
অধরা স্বপ্নের ধাওয়ায়
কর্পোরেট নেকটাই উড়িয়ে
ছুটছি সবাই ছুটছি - - -
শেষ কোথায় কেউ জানি না!
জীবনের সব সূখ আহলাদ জলাঞ্জলি
কবে দেখেছি শেষ সূর্যাস্ত ?
মনে পরে না- জন্ডিসাক্রান্ত নিয়ন আলোয়
ঘোলাটে জীবন!!!!!!!!!!!!
#
২.
পদ্ম’রা বড় বদল গেছে
ভোমরায় নয় ক্রেডিট কার্ডে খোঁজে সূখ
মধুসঞ্জীবনী চেনে না
চায় রঙিন জলের অচেতন অনুভব!
ভরা পূর্ণিমার জোছনায় বড় অনীহা
খোঁজে লিটনের ফ্লাটে- দিনের আলোয় কৃত্রিম আঁধার!!!!
##
৩.
হৃদ সিকস্তি এ হৃদয়-
বোঝে নদী সিকস্তি মনের বেদন
শেকড় ছাড়া মানুষ, এ টান বুঝবেনা!
মাটির সোঁদা গন্ধে যে নেশা
মাটির বুকে বুক রেখে যে শোয়নি; বুজবে না...
###
সর্বশেষ এডিট : ২৯ শে জুলাই, ২০১৭ রাত ৮:৩৬