মশা...
চিকনগুনিয়া...
মাহামারী আকারে ঘরে ঘরে ছড়িয়ে পড়ে...
প্রায় প্রতি ঘরে ঘরে প্রায় অচল হয়ে যাওয়া রোগীদের দুর্ভোগে লাঘব দূরে থাক, সান্ত্বনা বা ব্যার্থতার দায় স্বীকার দূরে থাক
শুক্রবার মেয়র যা বলেন তা অত্যন্ত দু:খজনক!
সংবাদ সম্মেলনে আনিসুল হক বলেন, চিকুনগুনিয়া মহামারি হোক আর যা-ই হোক, এর জন্য কোনোভাবেই সিটি করপোরেশন দায়ী নয়। আর বাড়িতে বাড়িতে গিয়ে মশা মারা সম্ভব না।
তার ওই বক্তব্যের পর মানুষের মাঝে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। সামাজিক মাধ্যমে মানুষ তীব্র ক্ষোভ প্রকাশ করে।
ক্রিয়ার প্রতিক্রিয়ায় জনতার ঘুমন্ত ক্ষোভ যেন নেমে এল রাজপথে মানব বন্ধনে:
লেখক-শিল্পী-ছাত্র-শিক্ষক সাংবাদিক ও নাগরিক বৃন্দের ব্যানারে ঢাকা সিটির দুই মেয়র মহোদয়কে একত্রে লাল কার্ড দেখানোর উদ্যোগ নেয়। সমবেত সকল সাধারন মানুষের মধ্যে ব্যাপক উৎফুল্লতা লক্ষ্য করা যায়।
যারা পাশ দিয়ে যাচ্ছিলেন বা গাড়ী বাসে পাশ কাটিয়ে যাচ্ছিলেন তারাও ভি চিহ্ণ বা থাম্বস আপ করে ঐক্যমত প্রকাশ করে যাচ্ছিল!
মানব বন্ধনের খন্ডিচত্র
ফটো কার্টসি : এস, নূর
সর্বশেষ এডিট : ১৫ ই জুলাই, ২০১৭ রাত ৮:২৩