নেচে ওঠে মন ঝিরিঝিরি বর্ষার তিরতির কাঁপা পাতার মতন
বাতাসের সাথে দৌড়, জলের সূখ গায় মেখে
জলে ভিজে ফুটবল, কখনো জমা জলে গড়াগড়ি
ছিটানো জলের উৎসবে পায়ের কারুকাজ..
ভরা বর্ষায় ঝাপিয়ে পড়া পুকুর জলে
আধো ডুবে আধো ভেসে- জলের বুকে জলের মিলন অনুভব
বড় বড় ফোটায় ফুসকুড়ি ওঠা জলের বিছানায় বর্ষার নক্সি কাঁথা
দেখেছি সৃষ্টির আদি যাত্রায় একই মিলন ছন্দ!
জলের বুকে ভেসে জলের ঘাই ভরা বর্ষায়
কানে মধুর বৃষ্টি নিক্কন-ভেসে যাওয়া কোন অজানায়..
ডুবতে ডুবতে গভীরে শব্দ কমতে কমতে এক অদ্ভুত নিরবতা
সূখঁ ছুতে না ছুতেই দমের হাসফাস- আবার ভুস করে ভেসে ওঠা!
ভরা বর্ষার ভিজছে নগর জবুথবু সব পালায় ঘরের কোনে
আলগোছে তুমি আমি ছাদে দুজনে- দূরে বহুদূরে শুধু বৃষ্টির পর্দা
তোমার চোখে অন্য বর্ষা নামে, জল ছাপিয়ে -কামনার জলে জ্বলে প্রাণ
যে জলে অগ্নি জ্বালা - জলে জ্বলন মিলে মিশে একাকার !
তোমার অধরে মুক্তো দানা হয়ে জল, ভেজা চুলে ভেনাস
অপলক মুগ্ধতায় হৃদয়ে বজ্রপাত - কেঁপে ওঠো তুমি
শূন্যতা মুছে যায়- দুটো হৃদয় এক হয়ে গেলে
মুক্তো দানা পানে স্বর্গ সূখ বর্ষার আগে বুঝিনি।
জনম জনমে তোমাকে হারাবার স্মৃতিও এই বর্ষায়
মনে পড়ে সেই পাহাড়ী গায়- মুক্তো পানে
কী আক্রোশে বজ্র হয়ে ছিল- সমাজ, ধর্ম, সামাজিক বিধান!
তোমাকে কেড়ে নিয়ে গেল- আমাকে অচেতন জলে ফেলে!!
বর্ষা হাসায় বর্ষা কাঁদায় বর্ষা স্বপ্ন দেখায়
আবার মিলন হবে এমনি কোন এক বর্ষায়
জাগবে যখন হৃদয় জাগবে প্রাণের ভেতরে প্রাণ
স্বপ্নে বর্ষন প্লাবিত হলে- রীতি, নীতি, মেকি বোধ
এসো সখি- নূহের কিস্তি লয়ে আমি অপেক্ষায়।।
সর্বশেষ এডিট : ০৭ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৫৬