দারুন এক আবেশী রাত্তির..
স্বপ্ন গাঁথার, স্বপ্ন দেখার, স্বপ্নে ভাসার
হঠাৎ নক্ষত্র পতন!
কেউ কেউ কেউ বললো দেখ দেখ
উল্কা ছুটছে-
চোখ বন্ধ করে প্রিয়র জন্য শুভকামনায়
বন্ধ চোখ গুলো আলো জ্বেলে গেল - - -
আলোর পেছনের দহন জ্বালায় আমি দেখেছি
নক্ষত্রের কষ্ট! ভেঙ্গে চূরে একাকার দু. মিনিট আগে পরে
খুশির ঝর্নায় ব্যাথাবাণ-
এ যে বড় কষ্ট! আমি জানিরে- কাউকে বোঝানো যায় না!
চিনচিন করে চোরা স্রোতের মতোন! হুহু করে ওঠে মন শূন্যতায়
কি ভীষম অভিমান দমকে দমকে উথলে ওঠে
স্মৃতিরা অগ্নি জ্বালায় মন কুঠুরে- সেই জ্বালায় জ্বলে চোখ
সে অনল নেভাতে দু:খরা হুরমুড় করে মেঘ হয়ে নামে
ভেজে দুই চোখ- উপচে পড়ে টপ টপ..
ইশশশ...
যদি পাখি হতে পারতাম। উড়ে গিয়ে
পাশে বসে চুপটি করে শুধু হাত ধরে থাকতাম!
কাঁদতে দিতাম মন খুলে।
মন খুলে কান্না করলে নাকি কষ্টরা কমে যায়!
সিজদাবনত হৃদয়ে কায়মনোবাক্যে প্রার্থনা
নক্ষত্র তুমি অটল অবিচল রও দৃঢ়তায়
তোমাকে যে সবার প্রয়োজন
তোমার আলোয় আকর্ষনে গ্যালাক্সির কত কোটি প্রাণ
স্বার্থাবর্তনেই তোমার মঙ্গল কামনা ভাইস ভার্সায়
জানোতো-ভালবাসাকে পাল্লায় তুলেনি কেউ ভালবেসেই!
সর্বশেষ এডিট : ২৯ শে জুন, ২০১৭ সকাল ৯:৫৭