মিলন স্বপন:
নিবিড় স্তব্ধতা; নিশ্চল লোকারন্য
সমুদ্র স্রোত থমকে, গতিহীন
বৃক্ষপত্র স্থির, অনড় সকল অরন্য
নিশ্চল, নির্বাক মহাকাল সখা সখির পরম মিলনে বিলীন।
দীর্ঘ বিরহ দিবস রজনী ফুরোল তীব্র প্রেম সাধনায়
দুজনেই মুখোমুখি, দূরত্ব কয়েক কদমে
কত গল্প গাঁথা জমিয়ে এনে নির্বাক দুজনে
অসহায় কণ্ঠে দলা পাকিয়ে হাজার শব্দ
সখার চেহারা ঝাপসা হয়ে যায় বেহায়া অশ্রুজলে
মানুষটার চোখও তো ছলছল করছে, আহা!
চুপচাপ নির্বাক দুটি প্রান, তাকিয়ে একে অপরের তরে
কত যুগ গেল কেটে পলকেই, চোখে চোখে হলো শত কথা
সে এক কদম এগিয়ে নিঃশ্বাসে নিঃশ্বাস দিল মিলিয়ে।
পলকের পর পলক কেটে যায় আড়ষ্টতায়
আচমকা দুজনের ধৈর্য্যের বাঁধ ভেংঙে যায়
আবিষ্কারি নিজেকে তার বাহুডোরে
পাজড়ে পাজড় ভেদে হাড় গুড়িয়ে দেওয়া আলিংগনে
অস্তিত্বে অস্তিত্ব মিলিয়ে যায় এমন মিলনে
শার্ট ভিজে যায় অশ্রুকনায়, সুখ বাঁধ ভেংঙেছে
সে মুখটাকে আলতো হাতে ওঠায়, অশ্রু মোছার ব্যর্থ্য চেষ্টায়
ধুর ধ্যাত, ক্লান্ত প্রনয়ীনির আর এক মুহূর্তও হয়না সহ্য বিরহ
আবারো সখি মুখ লুকিয়ে সখার বুকে, আশ্রয় পরম
শক্ত করে জড়িয়ে রাখে, আর যেন না হারায় কোন জনম!
স্বপ্নের কথকতা :
কানের কাছে নি:শ্বাসের উষ্ণতা নিবিড় হতে হতে
আবশে বন্ধ হয়ে আসে চোখ...
একাকার হয়ে যায় ...আত্মায় স্বত্তায়
হৃদয়ের সমস্ত না বলা কথারা বাঙময় হয়ে উঠে~~~~
এলিয়ে পড় আমার বুকে
থুতনি ধরে মূখ তুলতেই আবার নামিয়ে নাও
যেন বুকের গভীরেই সকল প্রশান্তি!
তোমার চুলে নাক রেখে লম্বা শ্বাসে
হারিয়ে যাই কোন অজানায়---
অপার্থিব আবিষ্টতায় হারায় দুটি আত্মা
মৌতাতে মেতে ওঠে ঘর
যেন স্বর্গোদ্যান! মৌ মৌ সৌরভে মৌতাত
অপ্সরীরা পাপড়ি ছড়ায় সুরভিত স্বর্গ ফুলের
তোমার কোলে মাথা রেখে
অনুভব করি স্বর্গের সূখ
থেমে যাক পৃথিবী, থেমে যাক আহ্নিক গতি
থেমে যাক সময়- পেরিয়ে যাক অনন্ত কাল.... অন্তহীন....
স্বপ্নীল-মিলনানুভব :
ভোরের নীলাভায় স্বপ্নের রং
সৃষ্টির কতকথায় ভাবনায় উদাস মন
ক্ষনে ক্ষনে রূপ বদলে মুগ্ধতায়
তোমার চোখে দেখেছি আমি অবাক সূর্যোদয়।
সে জনমেরই ভোরে
বাসন্তি ইতিকথা
আমি ভোর -তুমি ভোরের হাওয়া
অনুভবে উন্মাতাল হারিয়ে যাওয়!
বুনো উন্মাদনায় মাতাল
মুগ্ধ আবেশে আমি বিহ্ববল-
দুষ্টু হাওয়া খেলে লয়ে তোমার আঁচল
প্রকৃতি হাসে আপন প্রকাশে বিকাশে!
অধরে অমৃতাস্বাদন-রোমে রোমে শিহরণ
স্বর্গ নেমে আসে পৃথ্বিপর- মিলন সূখে, ভোর দেয় থির!
ছবি কৃতজ্ঞতা: গুগল
@ মিলন স্বপ্ন অংশটুকু সেই স্বাপ্নিকের- যার জবাবে বাকী কাব্যের জনম
সর্বশেষ এডিট : ১৭ ই জুন, ২০১৭ রাত ১০:২৫