জ্বলে চেতনার উজ্জ্বল শিখা
সৎ, সত্য, সুন্দর
মানবতা, মুক্তি আর স্বাধীনতার
উন্নয়ন আর আত্মমর্যাদার : হেরার পবিত্র বাক্যে ।
ধারায় সতত: দুর্বল ইনসান
যুগে যুগে কালে কালে-ভুলে গেলে পথ,
দিশারী মানব এসেছে বারবার
চেতনার দিশা লয়ে।
মৌলিক বিধানে মুক্তির বারতা:
বিশ্বাস, ধ্যান, সংযম
আত্ম বিকাশের মোক্ষম সাধন
অর্থমোহত্যাগ আর পূর্ণতায় সত্য দর্শন।
বাহ্যিকতা আর মোড়কে আবৃত সত্য
আচার আর পোষাকে ঢেকেছে চেতনা
উপবাস-সংযমে অঢেল ভোগ!অপচয়ের উৎসব!!
ব্যাক্তিকতায় আড়াল-সামগ্রিকতার চেতন!
অথচ রবের কি দৃঢ় উচ্চারন:
"তুমি কি জান সত্য ত্যাগী কে?
যে ইয়াতিমকে দেয় গলা ধাক্কা
নিরন্ন-নিরাশ্রয়কে দেয়না অন্ন-অাশ্রয়;
দুর্ভোগ সেইসব ধার্মিকের-
যারা তার ধর্ম সম্পর্কে উদাসীন
নিরর্থ লোক দেখানো সব কর্মসূচী
অথচ পরিবার-প্রতিবেশির দায়ে উদাসীন। *
জাগরণে শুভারম্ভ হোক
নিজের বিশ্বাস আর কর্মের সংশোধনীতে।
##
*(সূরা মাউনের ভাবানুবাদ)
সর্বশেষ এডিট : ১১ ই জুন, ২০১৭ দুপুর ১:০৩