আমাকে শুন্য কর হে মহামহিম
এত শুন্য এত শুন্য
তোমাতেই শুধু হয় পূর্ন
সে হৃদয়- অসীম।।
দুসরা.
দুই দু গুনে চার
জীবনটা এমন সহজ নয়-
অংক তত্ত্বে মেলেনা জীবনের সরল অংক।
শুন্য ফলে শুণ্যতাই বাড়ে কেবল!
তিসরা.
প্রাপ্তি-অপ্রাপ্তির সমীকরনে
সম্ভব অসম্ভবে ভাবনায়-
সখি, সূখি: তৃতীয় মাত্রায়- কেন জ্বলন?
অত:পর প্রশান্তি! দর্শনের কোলে !
চতুর্থী.
পূর্নতা-শূন্যতা এক
অবিরত চক্র! একে অন্যের
পরিপূরকতায় আবিষ্টতায় মোহাচ্ছন্ন---
পরমে নি:শেষ! পালাবদলেই সৃষ্টির প্রাণ।
পঞ্চমি.
ইশ্বরীয় প্রশান্তি তোমার
আহবানে অগণন- কতজন কতনাম
হেরার ধ্যানে কান পেতে রই,
জনম জনম: তুমি ডাকবে বলে, লয়ে সে প্রিয় নাম।
ছবি কৃতজ্ঞতা: গুগল ইমেজ
সর্বশেষ এডিট : ৩১ শে মে, ২০১৭ বিকাল ৪:৫৩