একটা নাম! শূন্য, শূন্য...
মনকে কতটা উচাটন করত করতে পারে? কতটা?
নিজেই চমকে গেলাম!
আরাধনার মগ্নতা কি একেই বলে?
ইবাদাহ-পূজ্যতা প্রচলন কি এমন মগ্নতায়ই হয়েছিল
হাজরে আসওয়াদের চুম্বনের ইতিহাস আপ্লুত করে!
ফিরে যাই হাজার বছর পেছনে---প্রেমানুভবে নিত্যতা
একটা নাম। একটা মাধ্যম। একটা অনুভব!
অলগোছে হাতটা বুলিয়ে নিল মন
দু’চোখের পাতায় বুলিয়ে নাম ছোঁয়া সে পরশ
আহ! স্বর্গীয় সূখ কি এরচে বেশি কিছু?
অত:পর চুম্বন! আবিষ্টতা!
অনু-পরমানুতে একি সূখ প্রবাহ!
একটা নাম। একটা ছবি।
অনুভবের আরশ কুরশী পেরিয়ে নিয়ে যায়
গহন স্বপ্নের আঙিনায়-অনুভবে তোমার সবচে কাছে!
ছুঁয়ে থাকি আলগোছে -যেন ছুঁয়ে তোমাকেই
চুম্বকীয় শক্তি কনায় কনায়।
তৃতীয় নয়ন হৃদয়ের গহনে উঁকি দিয়ে
পুলকিত হলেও বাস্তবতার নিরেট পাষানে
রক্তাক্ত বর্তমান; বিরহের ছুরিতে
হেমলক নীল হৃদয়
অপেক্ষায়-মর কিংবা মর!
সর্বশেষ এডিট : ২৮ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:০০