একটা দুয়ার
আঁধ খোলাই রয়ে গেল!
মনের ঘরে উঁকি দিয়ে সেইযে হারালে
বসন্তের পর বসন্ত পেরিয়ে গেল....যুগান্ত
অনধিকার স্বপ্নেরা বর্ষার ছোঁয়ায়
জাগতে গিয়ে, দহন চৈতালীতে
বিবর্ণ হলুদাভ হয়ে মিইয়ে গেল
আর জনমের অধিকারের স্বপ্ন বুকে।
যাপিত জীবন আর চেতনজীবন
ভিন্নতাটুকু আপনাতেই বাঁক নেয় অনুভবে
অপূর্ণ স্বপ্নগুলো বীজতলায় গুমড়ে মরে
বাস্তবতার বেনোজলে প্লাবিত হয় বারবার!
নূহের প্লাবন শেষে
নতুন পৃথিবীতে নতুন স্বপ্নে
থাকব তোমার পথ চেয়ে- চিনবেতো!
দৃষ্টির গভীরে হৃদয়ে চেয়ে দেখো-
তোমারই প্রেম লয়ে ঘুরছি জনম জনম
শূন্যতায় ভেসে ভেসে মহাশূন্যে
অসীমে সসীম-তোমায় অসীমে পেতে
ব্যবধানান্তরে অন্তহীন দেহবদল।
@ ফটো কার্টসি: গুগল
সর্বশেষ এডিট : ১৮ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:৫৯