বর্ষায় ঝুপ করেই আঁধার নেমে এল
ঝরঝরে কাঁচ ঝড়া দিনকে পলকে
আঁধারে ঢেকে-
দু:খ যেমন হাসিকে কেড়ে নেয়।
তুমি এলে ভরা বাদল ক্ষণে
বাহিরে তুফান ভেতরে কাঁপন
ভিজে জবুথবু প্রকৃতি, মন
বিজলি চমক দেহের কোষে কোষে
চোখের তারায় বর্ষা স্নানের আহবান
তুমুল বর্ষনে রিমঝিম নেই শহরে
কেবলই অঝোরে জল ঝরার অবিরাম শব্দপতন
ঘোলা শার্শিতে আরো ঘোলাটে মেঘলা ক্ষণ
বিজলীর ক্ষণে ক্ষণে চমক ~
তোমার চোখে মদির চাহনিতে;
প্রকৃতি যখন দুয়ার খোলে-
রীতি নীতি বিধান বানের জলে ভেসে যায়;
তুমি বর্ষা হয়ে ঝরলে- উষর জমিন হয়ে ভিজলাম।
তোমার লাজুক হাসিতে সূর্যটা হেসে উঠলো
মেঘের আড়াল সরিয়ে।
@ছবি কার্টসি: গুগল।
সর্বশেষ এডিট : ১৮ ই জুলাই, ২০১৬ রাত ১১:১০