প্রেম এ শুধু আবেশ নয়। জীবনের প্রাণশক্তি- যৌবনের উচ্ছলতা
স্মৃতির কড়িবর্গায় ঘূনপোকার মতো লুকিয়ে
ক্লান্ত হতাশ সময়কে ভোলাতে জাবর কাটে
ইচ্ছে গুলো স্বাধীন স্মৃতির রাজ্যে
কার সাধ্যি দেয় প্রহরা!
আহ! কি জীবন্ত সময়
ডুরে শাড়িতে তোমার ঝনঝনে চুরির রিনিঝিনি
এলোচুল গোছাতে গিয়ে এলোমেলো যৌবন
বিজলি চমকে ঘাই মারে হৃদয়ে
টলে ওঠে সাধক হৃদয়ও।
ইচ্ছে নদীতে অকাল জোয়ার ।।
হৃদয়ের গভীরে স্মৃতির নদীতে তোমার পানসী
স্বপ্নের হাওয়া ইচ্ছের পালে
শুধু তুমি আমি আর আমাদের প্রেম;
তোমার ঝা তকতকে শহরের পাশে বয়ে যাওয়া নদীতে
গভীর অভিনিবেশে তাকাও
দেখো সেই শান্ত ব্রহ্মপুত্র তিরতির
নির্জন দুপুরের নিঝুম ছায়ায়,
বাঁধা নৌকায় ঢেউয়ের দোল
পাখির কিচির মিচির
মায়াভরা চাউনিতে চেয়ে থাকা ওই মায়াবি চোখে চোখ..
হাত দিয়ে ছুলে স্মৃতিরা পালিয়ে যায়
মন দিয়ে ছুঁয়ে থাকো- কাছে আরো কাছে আরো
যতটা দেহ নিয়ে আসা যায় না তারচে নৈকট্যে
মিষ্টি স্মৃতির উদ্দাম দুপুর, বিকেল, জোছনা মাখা সাঁঝের বেলা
অস্তিত্বের প্রতিটি কনায় মিশেইতো আছি
বাহিরে খুঁজোনা আমায়-তাকাও মনের গভীরে- শুচি মনে।
সর্বশেষ এডিট : ২৭ শে জুন, ২০১৬ বিকাল ৪:১৭