এই বসে থাকার বুঝি শেষ নেই
সেই অনাদি থেকে
অন্তহীন অপেক্ষা
প্রেমের, মিলনের, প্রিয়তার, সত্যর
পাতাল রেল বা হা্ওয়াই জাহাজ বন্দরে বন্দরে,
বরফ শীতলতায় কিংবা উষর মরু, অলঙ্ঘনীয় পাহাড়
মৃত্যুদন্ড, কিংবা হেমলক -সব কিছুকে ভ্রুকুটি দেখিয়ে
টিকে আছে অপেক্ষা -কত অযুত নিযুত নামে
অমরত্বে!
রাতদিন হারিয়ে যায় অনুভবে
স্বপ্নটুকুর আবেশ অবুঝ মনকে দৃঢ়তা দেয় স্বপ্নের।
শুন্য আঁখি ভরে থাকে অন্তহীন স্বপ্নে
দেহের বাইরে দেহাতীত সত্যে
আমি জেগে থাকি শহরের মতোই
কাল কালান্তে-পাথর সভ্যতার স্মৃতি কহরে
তোমার দীর্ঘশ্বাস আগলে রেখেছি
নিত্য আঁখির শিশির জলে ধূয়ে
প্রেমরত্বে!
সর্বশেষ এডিট : ১২ ই জুন, ২০১৬ রাত ১০:৫২