১. আমি সবসময় ভাবি দুর্নীতিবাজ, ঘুষখোর যারা মিডিয়ায় আসার আগ পর্যন্ত পরিবারের কাছে সৎ ব্যক্তি হিসেবে থাকে, কিন্তু যখন সবার কাছে জানাজানি হয়ে যায় তখন তারা কীভাবে তাদের স্ত্রী, সন্তানদের মুখোমুখি হয়। এর আগেও আমি এ ব্যপারে একটা পোস্ট লিখেছিলাম বিখ্যাত ‘বাইসাইকেল থিফ’ ছবির গল্প নিয়ে যেখানে পিতা চোর সাব্যস্ত হওয়ার পর তার পুত্রের দিকে লজ্জায় তাকাতে পারছিল না। বেনজীর বা এ প্রজাতির দুর্নীতিবাজরা হয়তো একটা কমন ডায়ালগ দেয়, "এটা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র"...
২. হুমায়ুন আহমেদ লিখেছিলেন, পৃথিবীতে একটাও খারাপ বাবা নেই। বেনজীর আহমেদও নিশ্চয়ই তারা কন্যাদের কাছে পৃথিবীর শ্রেষ্ঠ বাবা। জানিনা, এখন তাদের অনুভূতি কী? বেনজীরের স্ত্রী কিংবা কন্যারা কি তেনাকে তেনার সম্পদ নিয়ে প্রশ্ন করেছেন? করলে তিনি কী জবাব দিয়েছেন সেটার একটা ফ্যান্টাসি করতে আমার এই পোস্ট প্রসব। সোনাগাজীর ভাষায় অপ্রয়োজনীয় একটা পোস্ট হতে পারে...
৩. আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে, বেনজীর তার কন্যাদের বলেছে, সরকারকে যত অপকর্মে তিনি সাহায্য করেছেন, শাপলা চত্বর, বিরোধী দলকে দমন, গুম সহ একটা অগণতান্ত্রিক সরকারকে টিকিয়ে রাখতে হলে পুলিশ, আর্মি, আইন বিভাগের যে সহায়তা লাগে তার মধ্যে তার বাহিনীর ভূমিকা ছিল বেশী। সেসব কারণে, তিনি অনেক সুবিধা পেয়েছেন যা দিয়ে এত এত সম্পদ কিনেছেন। এমন কি সরকারের উপর মহল থেকেই তাকে এসব করতে সাহায্য করেছে। তিনি তো শুধু সুযোগের সদ্ব্যবহার করেছেন যেটা না করলে তার টিকে থাকা হত না, হয়তো বা এস কে সিনহার মত মিথ্যা মামলায় ফাঁসানো হত...
৪. আমি আমার মত টিপিক্যাল মধ্যবিত্ত পিতার মত ভেবেছি যে সন্তানের সামনে নিজের অপকর্মের ব্যাখ্যা হয়তো এভাবেই দিবেন। দুর্নীতিবাজদের সন্তানরা কীভাবে বড় হয়, কী মানসিকতার হয় আমার জানা নেই। তবে এটাই ভাবি, এত এত সমালোচনা কী তাদের চোখে পড়ে না? কীভাবে বন্ধু, আত্মীয়স্বজনকে মোকাবেলা করছে? কীভাবে এত রিপোর্ট হজম করছে প্রতিনিয়ত?
আপনাদের ভাবনা লিখে যান, বেনজীর তার স্ত্রী কন্যাদের কী কী ব্যাখ্যা দিতে পারে...
সর্বশেষ এডিট : ১৪ ই জুন, ২০২৪ বিকাল ৩:০৬