১. আমরা কোন বাচ্চাকে দেখলে বলি, আমার বাচ্চার মত। এটা বোঝানো হয় বয়স হিসেবে। কিন্তু এ বাচ্চাতো দেখতেও আমার বাচ্চার মত! আমার বাচ্চাও তার মায়ের সাথে একা থাকে। তাহলে তার উপর যদি (আল্লাহ সবাইকে মাফ করুক)...
২. প্রথম আলো তে ছবিটা দেখেই মনটা খারাপ হয়ে গেল। বয়স আর চেহারায় প্রায় আমার মেয়ের মত দেখতে তানহা! এমনকী নামেও কিছুটা মিল আছে! কীভাবে পারলো ঐ পশুটা এমন কাজ করতে? কী কষ্ট করে নিস্পাপ শিশুটি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিল আল্লাহ জানেন। তার কোমল মনে কী বয়ে যাচ্ছিল আমরা কেউ জানবো না। কিন্তু যদি বাচ্চাটার জায়গায় নিজের বাচ্চাকে রাখি তাহলে দুনিয়া অর্থহীন লাগে।
৩. কোন ঘুষখোর কর্মকর্তার কি শিপনের জন্য মায়া হবে? কোন ঘুষখোর পুলিশ কি শিপনকে ছেড়ে দিবে? কোন মিথ্যুক আইনজীবির কি মন চাইবে শিপনের পক্ষে লড়তে? কোন রাজনৈতিক নেতা কী শিপনকে ছাড়াানোর জন্য ফোন করবে? রেগুলার পতিতার কাছে যায় এমন কেউ কী শিপনকে বাহবা দিবে? সবারই তো নিজের বা বন্ধুর বা আত্মীয়ের কন্যা সন্তান আছে। তাহলে শিপনকে কেন আমরা বাঁচিয়ে রাখবো?
৪. সময় হয়েছে বিচার ব্যবস্থা আরো দ্রুত ও কঠোর করার। সব কিছু প্রমাণ হওয়ার পর নিম্ন আদালত, উচ্চ আদালত, সুপ্রীম কোর্ট, ডেথ রেফারেন্স, প্রেসিডেন্টের ক্ষমা পর্যন্ত যাওয়ার কী দরকার? সময় হয়েছে এসব আসামীকে প্রকাশ্যে ফাঁসি দেয়ার। অন্তত ভালো মিডিয়া কাভারেজ দিয়ে সমাজে ভীতির ব্যবস্থা করা যে, এরকম কাজ করে কেউ রেহাই পাবে না। আরেকটা শিপন তৈরি হওয়া রুখতে হবে। আরেকটা তানহা যেন বেঁচে থাকে...
সর্বশেষ এডিট : ০১ লা আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:৪৪