১. আমরা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি বলেই বোধহয় আমাদের সব কিছুতেই যুদ্ধ যুদ্ধ ভাব। ছোট খাটো বিষয় নিয়েও আমাদের মধ্যে ঝগড়া, মারামারি চলে। শান্তিপূর্ণ চিন্তা ধারা আমাদের মধ্যে দেখা যায় না। সব সময় ত্যাড়া কথা বলাতে আমরা অভ্যস্ত। এক সময় রিক্সাওয়ালারা নিরীহ হওয়ায় আমরা তাদের উপর চড়াও হতাম। কিন্তু এখন তারা সাহসী হয়ে উঠায় আমরা এখন মান সম্মান নিয়ে বাঁচার চেষ্টা করি। তবে এখনো 'তথাকথিত প্রতিবাদী' কিছু মানুষ/ছাত্র ২/৩ টাকার জন্য চামারের মত ঝগড়া করে কন্ট্রাক্টরদের সাথে।
২. আমার স্ত্রীকে নিয়ে যখন শপিং-এ যাই তখন বিক্রেতা শেলফ থেকে একের পর এক কাপড় বের করতে থাকে। আমি বলি, সব বের করার দরকার নেই দূর থেকে আগে দেখি। বিক্রেতা ভাবে 'বিক্রি হতে পারে' তাই দেখাতে কার্পন্য করে না। কিন্তু আমি নিশ্চিত নই এই দোকান থেকেই কিনবো কিনা। তাই স্ত্রীকেও বলি আগে রং ও বাজেটের মধ্যে ঠিক থাকলে তারপর কাপড়ের ভাঁজ খোলা উচিত। যদিও স্ত্রী বলে, আমি কাস্টমার আমার অধিকার আছে! আমি জানি আমার অধিকার আছে কাপড় যাচাই বাছাই করে পছন্দ করে কেনার। আবার আমি এও জানি খামাখা বিক্রেতাকে কস্ট দেয়া ঠিক নয়। এত দেখার পর না কিনলে নিজের মনেই খারাপ লাগে।
৩. আমার এক বন্ধুকে নিয়ে শপিং-এ গেলে আমি আল্লাহর নামে নেই বেশী বেশী যেন অপমানিত হতে না হয়। এই বন্ধু খুবই দ্বিধান্বিত থাকে কাপড় নিয়ে। শার্ট নিয়ে ট্রায়াল দিবে তারপর একবার নিজেকে প্রশ্ন করবে, ঠিক আছে কিনা আরেকবার আমাকে জিজ্ঞেস করবে ভালো লাগছে কিনা, ভালো বললেও দ্বিধায় থাকে, ভালো না বললেও দ্বিধায় থাকে। সিদ্ধান্ত নিতেও অনেক সময় নেয়। বিক্রেতা তাকিয়ে থাকে! পরে 'আরো দেখি' বলে দোকান থেকে বের হয় যায়।
৪. আমার আরেক বন্ধু এক সময়(অনেক আগে) টাকা না থাকা সত্ত্বেও মোবাইলের দোকান, ঘড়ির দোকানে গিয়ে মোবাইল/ঘড়ি দেখত, দাম জিজ্ঞেস করতো, মডেল জিজ্ঞেস করত - আবার বের হয়ে যেত। এই কাজ গুলো আমার খুবই বিরক্ত লাগে। কেন শুধু শুধু বিক্রেতাকে কস্ট দেয়া?
৫. আমার বন্ধুদের মত মানুষগুলো যখন বিক্রেতা হয় তখন তাদের মনে পড়ে যায় এক সময় তারা বিক্রেতাদের কেমন কস্ট দিত। তারা তখন মনে করে কাস্টমার এসেছে শুধু সময় নষ্ট করতে বা শুধুই দেখতে। ইনফিনিটির বিক্রেতা যা করেছে তা একেবারেই ঠিক করেনি। তবে ক্রেতাদেরও খেয়াল রাখতে হবে বিক্রেতারাও আমাদের দেশের মানুষ! অস্থির সমাজের মানুষ। ক্রেতাদের বোঝা উচিত কাপড় যাচাই করতে গিয়ে যেন কাপড় নষ্ট না হয়ে যায় আর দরদাম ঠিক না করে ট্রায়াল দেয়াও উচিত না। তাছাড়া ফিক্সড প্রাইসের দোকানে এসব ঘটলে বুঝতে হবে আরো অনেক কিছুই হয়তো হয়েছে!
সর্বশেষ এডিট : ২০ শে জুলাই, ২০১৭ রাত ১:০৬