
সবার মনেই স্বপ্ন থাকে, মনের মানুষের সাথে প্রথম মনের কথা খুলে বলার ক্ষণটা যেনো অদ্ভুত রকম সুন্দর হয়! যেনো সেই ভালো লাগা ছুয়েঁ থাকে সারা জীবনের প্রতিটি মুহুর্ত! এই ছোট্ট একটা জীবনে খুব কম মানুষ-ই আছেন, যারা ভালোলাগার মানুষ কে আপন করে পেয়েছেন, বাস্তব জীবনে, সমাজ জীবনে, নিজের মনের সবচেয়ে স্নিগ্ধ স্থানটিতে অবস্থান দিতে পেরেছেন ! তাই একজন মানুষকে পাওয়ার আকাঙ্ক্ষা ব্যক্ত করার দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ! কারন এর মধ্যদিয়ে আপনার রুচি, ব্যাক্তিত্ব এবং ভালোলাগার মানুষটিকে ঘিরে আপনার একান্ত ভাবনাগুলো প্রকাশ পায় অথবা প্রকাশের একটা সুযোগ ঘটে!
এমন একটি জায়গা পছন্দ করুন, যেখানে কথা বলার সুযোগ থাকবে, খাবার এবং পানীয়ের ব্যবস্থা থাকবে, অল্প লোকজনের আসা যাওয়া থাকবে আর থাকবে, মৃদু স্বরে গ্রান্ড পিয়ানো বা হালকা মিউজিক শুনার ব্যবস্থা!
কেমন হবে মোমের আলো?
আজকাল বাজারে অনেক রকমের, অনেক রঙের এবং সুগন্ধি মিশানো মোম কিনতে পাওয়া যায়! ২৫ টাকা থেকে শুরু করে ২৫০০০ টাকা পর্যন্ত! আপনার সাধ্যমত আর পছন্দ মত কিনে নিতে পারেন মোম! একের রকম মোমের আলো মানুষের মনে একেক রকম প্রভাব ফেলে ! আপনার পছন্দ মত শেড কিনাটাও তাই জরুরী! লাল, হলুদ, কমলা, নীল, বেগুনী বিভিন্ন শেডের মোম পাবেন বাজারে ! বেছে নিন নিজের পছন্দের রঙ! নিজের পছন্দের আলো! আর মুগ্ধ করে দিন মনের মানুষকে!
আপনি যদি একটু আলো-আধারেঁ কথা বলতে চান, তাহলে, আপনার ভালোবাসার মানষটিকে মনের সেই কথাটি খুলে বলার জন্যে, টেবিলে জ্বলতে পারে ২টি মোম !

২টি মোমঃ অল্প আলো-আধাঁরের জন্য
কেউ কেউ আছেন, আলো -আধাঁরে কমফরট ফিল করেন না! কিন্তু আধো আলো-আধাঁর ভালোবাসেন, তাদের জন্য তিনটি মোম জ্বালানো থাকতে পারে!

৩টি মোমঃ আধো-আলো-আধাঁরের জন্য
কেউ কেউ আছেন, আরো আলো চাই! কিন্তু আধাঁর-ও চাই ! প্রায় আধাঁরি !তাদের জন্যে জ্বলতে পারে ৫০ টি মোম! স্পেসিয়াল ফিফটি ক্যান্ডলস!

৫০টি মোমঃ প্রায় আধাঁরের জন্য
কেমন চাই আলাপের স্থান?!
আপনার সেই আলাপের স্থানটি হতে পারে কোনো --
রেস্টুরেন্ট অথবা গৃহকোন!

অথবা
কোনো নদীর কিনার !

অথবা সাগরের খুব কাছের বালিতে--
খর কুটোর ছাদের নীচে

অথবা
সু-উচ্চ কোনো বিল্ডিং বা রেস্টুরেনন্টের ছাদে, খোলা আকাশের নীচে !

কি নিবেন ভালোবাসার মানুষের জন্যে?
ফুলঃ

ফুলের কোনো বিকল্প নেই! নিতে পারেন গোলাপ, পছন্দ মত রঙের, অথবা রজনীগন্ধ্যার বেশ কিছু স্টিক্স! সুগন্ধিফুল তো অবশ্য-ই নেয়া চাই!
পারফিউমঃ

সুগন্ধি উপহার দিতে পারেন! অথবা অন্যকিছু আপনার পছন্দ মত, তবে চকোলেট বা পোশাক না প্লিজ। মনে রাখবেন, বেশি কিছু দেয়ার চাইতে একটা সুন্দর জিনিস, ভালো জিনিস দেয়াই ভালো!
রিং :

আংটি বা ফিঙ্গার রিং আপনার আস্থা কে বাড়িয়ে দেবে অনেকগুন! ইদানিং হোয়াইট গোল্ড অথবা প্লাটিনামের উপড় ডায়মন্ড এর ডিজাইন করা বিভিন্ন দামের রিং পাওয়া যায়! অথবা সাধ্যমত রিং কিনে দিতে পারেন, বিভিন্ন মেটালের! বাজারে রুপা থেকে শুরু করে গোল্ড, অক্সিডাইজ করা বিভিন্ন মানের, বিভিন্ন রকমের স্টোনের রিং পাওয়া যায়! ৫০০ টাকা থেকে শুরু করে ৫ লাখ এমন কি ৫ কোটি টাকার বেশি দামের আংটিও আছে! নিজের ক্ষমতা এবং সাধ্যের মধ্যে সবচেয়ে ভালোটা চেষ্টা করতে পারেন! টাকার জন্য মন খারাপ করার দরকার নেই বরং ডিজাইন এবং রুচির উপড় গুরুত্ব বেশি দিন!
মনে রাখবেন, ভালোবাসার মানুষ আপনার সবচেয়ে কাছের এবং আপনজন। তার কাছে আপনার পছন্দ এবং রুচি-ই মূখ্য হওয়া উচিত। ভালোবাসার মানুষ কখনো এমন কিছু চাইবে না যা আপনার সাধ্যের বাইরে, এবং যা আপনার জন্য অনেক বেশি কষ্টকর হয়ে যাবে!
সো, নিশ্চিন্তে থাকুন, মন আনন্দে রাখুন, যে ভালোবাসতে জানে, সে এমনি তেই ভালোবাসবে! সে আপনি তাকে কোনো কিছু কিনে দেন বা না দেন! সে আপনি তাকে, আপনার টিউশনির টাকা জমিয়ে একজোড়া রুপার নুপূর কিনে দেন, অথবা টিফিনের পয়সা জমিয়ে ১০টাকা দিয়ে ২টা গোলাপ কিনে দেন!
একটি ছেলে, একটা মেয়ের জন্য বেশকিছু ফুল নিয়ে রাস্তা দিয়ে সবার সামনে, লাজুক ভঙ্গিতে হেটেঁ আসছে, তার প্রিয় মানুষটির কাছে---পৃথিবীতে এর চাইতে সুন্দর দৃশ্য আর কী-ই-বা হতে পারে !

মানুষটাই আসল আর তার মনটা ! আর সবকিছু আয়োজন মাত্র বিধাতার! মানুষ আসল ধাতুতে গড়া নাকী নকল ধাতুতে, তা চিনার উপায় মাত্র!
মনে রাখবেন, যদি আমার পোস্টের ছবিতে দেখানো দামী জায়গায় কথা বলার সাধ্য না থাকে, আপনি নিজেই তার আয়োজন করতে পারেন, তার জন্য চাই শুধু আপনার একান্ত ইচ্ছা আর সুন্দর একটা স্বপ্ন!!
আমি বিশ্বাস করি, ঝিনুকের ভিতরে লুকিয়ে থাকা অজানা কষ্টের ফসল মুক্তার মতো, অন্ধকারের গাঢ়ত্ব খুজঁতে বের হওয়া একাকী জোনাকীর একমাত্র ভরসা এক বিন্দু আলোর কনার মত, আপনার সেই সুন্দর এবং পবিত্র স্বপ্ন-ই আপনাকে অনেকদূর নিয়ে যাবে, এইজীবন পথে একজন মনের মানুষ খুজেঁ পাওয়ার অন্ধকার পথ ধরে---
শুভ কামনায়--শেষ করছি---

সর্বশেষ এডিট : ০২ রা মার্চ, ২০১২ সন্ধ্যা ৭:৪৫