দেশের রাজনীতি নিয়ে আমি তেমন কোন মাথা ঘামাতে চাইনা। কেননা আমার মাথা ঘেমে গোসল করা হলেও কারো যায় আসে না। দেশের দায়িত্বশীল কর্তা ব্যাক্তিদের উল্টাপাল্টা কথার ফুলঝুড়িতে মাঝে মধ্যে মাথায় উদ্বেগের পাপড়ী গজায়। আর সেই পাপড়ীর বিষাদময় দুর্ঘন্ধে ক্ষনিক পর পর বমির ভাব হয়। আজ ১৬ই এপ্রিল জাতীয় দৈনিকের সবগুলোতে মাননীয় সরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের একটি বানীর ফলাও করে প্রকাশিত হয়েছে। আমি মনে করি যদি উনার কথা সত্যিই হয় তবে এদেশের ১৬কোটি মানুষ তাকে স্যালুট করা উচিত। আর যদি রাজনৈতিক হিনমন্যতা থেকে এমন উক্তির হম্বিতম্বি হয়ে থাকে তবে তা এদেশের মানুষের পোড়া কপাল ছাড়া আর কিছুই নয়।
“বাংলাদেশে কোন আইএস নেই”-স্বরাষ্টমন্ত্রী এর আগে আমরা শুনেছিলাম ‘বাংলাভাই নামে কিছু নেই, এইসব মিডিয়ার বানানো’ জৈনক ঐ মন্ত্রীর কথা পরবর্তিতে দিবালোকের মতোই প্রকাশ হয়েছিল। আর দেশের মানুষ বাংলাভাইকেও মিডিয়ার কল্যানে দেখতে পেয়েছিল। বর্তমান মাননীয় মন্ত্রীমহোদয়ের কাছে কেমন তথ্য আছে আমি জানি না তবে আমাদের মাননীয় তথ্যমন্ত্রীর দেয়া তথ্য যদি সঠিক হয় তবে অচিরিই আমাদের স্বাধীন দেশটা আইএসের দখলে চলে যাবে বলে আশঙ্কা হয়। “আল-কায়দার প্রশিক্ষণ নিয়ে ৮০০০ জঙ্গি দেশে”-তথ্যমন্ত্রী ,দৈনিক মানব জমিন।
এখন আমার মাথায় যে উদ্বেগের বিষাক্ত পাপড়ী গজিয়েছে তা হলো – আই এহন কিতা কততাম!- অবস্থা। স্বরাষ্ট্র মন্ত্রীর কথায় নিরাপত্তাবোধ করলেও তথ্যমন্তীর তথ্যানুযায়ী নিরাপত্তাহীনতায় ভুগতে হচ্ছে। সেই সাথে যুক্ত হচ্ছে বাংলাদেশে ঘাটি করে জঙ্গিরা ভারত ও মায়ানমার দখল করতে চায়। কত ভয়াবহ কথা!!
আমি বা আমরা সরকারকে পরামর্শ দেয়ার ক্ষমতা রাখিনা। কেননা জনগনের তো আর সেই অধিকার নাই। জনগনের ভোটে ক্ষমতায় আসলেই ভোটের পরে বুটের বাড়ি খেতে হয় এবার তো ভোটছাড়াই ফ্রি গতি কে শুনে কার কথা!!? সপ্তাহন্তে আপনারা মন্ত্রিপরিষদের মিটিং করেন বলে পেপার পত্রিকায় দেখি, তাহলে সহজ বিষয়টা দেশের স্বার্থে আপনারা প্রকাশকরতে পারেননা কেন??? কেন আপনারা জনগনের জান-মাল নিয়ে হলিখেলায় মেতে আছেন?? ব্লগার হত্যার প্রেক্ষিতে আপনারা উগ্রবাদি, বিচ্ছিন্নতাবাদি ও জঙ্গিদের হাত আছে বলে স্বিকার করলেও এর পিছনে আসলে কে বা কারা আজো জাতি তা বুঝতে পারলো না। সাগর রুনী হত্যার পর ২৪ ঘন্টার আল্টিমেটাম আর তনু হত্যার বিচার নিয়ে জনগণ এখন কিংকর্তব্যবিমূর হয়ে ইয়া নাছফি ই্য়া নাফছি করতে শুরু করেছে।