ইলাহি! তোমার দরবারে ভিখারি হয়ে এসেছি
গুনাহগার বান্দা আমি এক অসহায় হয়ে এসেছি।
এমনই ভিখারি আমি যে, ভিক্ষা নেবার থালাটাও হারিয়েছি।
ইলাহি! তোমার দরবারে ভিখারি হয়ে এসেছি
এমনই অভাগা আমি যে,
দুনিয়ার লোভ-লালসায় আমি আজ নিঃস্ব হয়েছি।
ইয়া মালিক-মাউলা আমাকে
এবার পানাহ্ দাও নফসের হাত থেকে।
তোমারই দ্বীনের পথে চালাও আমায় তোমার রহমতে
দুনিয়ার মোহমুক্ত করে প্রশান্তি ঢেলে দাও হৃদয়েতে ।
তোমার রহমতের ছাঁয়ায় আজ আশ্রয় নিতে এসেছি
নিজের কর্ম-দোষে আজ বড় অসহায় হয়ে পরেছি ।
আমারই কারনে আজ দুনিয়ায় আজাব নেমে এসেছে..
জীবনের রং-তামাশায় হায়! আমার সময়ও ফুরিয়েছে।
আমার কোনো দ্বীনি আমল নেই..
তোমার দরবারে আসার যোগ্যতাও নেই
শুধু জানিগো মাউলা
তোমার এ শাহী দরবার- ক্ষমা আর ভালবাসার।
তোমার ঘরের নিয়ম-নীতি আমার জানা নেই।
আমার চোখে আজ অনুতাপেরও অশ্রুটুকুও নেই
হৃদয়ের যন্ত্রণা কথা আমিগো প্রভূ! কার কাছে কইবো?
জীবনের এতো পাপের বোঝা আমি কেমন করে বইবো?
মেহেরবানি করে ওগো প্রভূ, এবার আমায় মুক্তি দাও
দয়া করে এই দ্বীন-হীন ভিখারিকে
তোমার রহমতের পথে কবুল করে নাও।
______________________________________________
নিজের মাতৃভাষায় নিজের মত করে নিজের অনুভূতি প্রকাশ।
অনুকরন: ইলাহি তেরি চৌখাট পর ভিখারী বনকে আঁয়া হু!
______________________________________________
সর্বশেষ এডিট : ১৫ ই জুলাই, ২০১৭ রাত ৯:৪৮