আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশ আজ প্রৌঢ়ত্বে উপনীত হলেও কাংখিত সাফল্য তাকে ধরা দেয়নি।
এদেশ আজো ঘুরপাক খাচ্ছে বেকারত্বের কষাঘাত, অভাব অনটন, বিশৃঙ্খলা ও নৈরাজ্যের আবর্তে।
বাংলাদেশের সকল সমস্যার সমাধানের দায়িত্ব এককভাবে শুধু "গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের" নয়,
এদেশ আমাদের সবার- অতএব প্রিয় জন্মভূমির বিভিন্ন সমস্যা সমাধানের লক্ষ্যে আমাদের সবাইকে যার যার অবস্থানে থেকে অথবা রাজনৈতিক বিভেদ ভুলে একজোট হয়ে কাজ করে যেতে হবে।
আমরা সবাই অবগত আছি যে, আমাদের এদেশের ছোট-বড় অনেক সমস্যার মধ্যে একটি বৃহৎ ও গুরুত্বপূর্ণ সমস্যা হচ্ছে বেকার সমস্যা। এই বেকার সমস্যা কিন্তু একটি সমৃদ্ধশালী,স্বর্নিভর জাতি ও দেশ গড়ার প্রধান অন্তরায়গুলোর একটি !
আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশ একদিন বেকারত্বের কঠিন শৃঙ্খল থেকে মুক্তি পাবে এবং আমরা বিশ্ব-দরবারে একটি সুখী, সমৃদ্ধ,স্বর্নিভর জাতি হিসেবে মাথা উঁচু করে দাড়াতে পারবো- এই বিশ্বাস হৃদয়ে লালন করে "
"বেকারত্বের শৃঙ্খল মুক্তির সংগ্রাম""
নামের একটি পাবলিক ফেসবুক গ্রুপ পথচলা শুরু করেছে ।
মাত্র ১মাসে এই গ্রুপে যোগ দিয়েছে ৪৯হাজারেরও বেশী মেম্বার।
এই পাবলিক গ্রুপের সংগ্রামের অর্থ এই নয় যে, লাল-নীল ফেষ্টুন হাতে গগন-বিদারী চিৎকার করতে করতে
বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে দলে দলে পল্টন ময়দানে এসে বিক্ষোভ প্রদর্শন করতে হবে।
"বেকারত্বের শৃঙ্খল মুক্তির সংগ্রাম" হচ্ছে হতাশা আর ব্যার্থতার গ্লানি পেছনে ফেলে নিজের যোগ্যতা নিজের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সফল আলোচনার মাধ্যমে একে অপরকে সহায়তা করে নিজেকে এবং অন্য আরএক জন বেকার ভাই/বোনকে স্বাবলম্বী ও স্বর্নিভর করে তোলার জন্য জীবন সংগ্রামে ঝাঁপিয়ে পড়া।
এই ফেসবুক গ্রুপটি তৈরী করা হয়েছে মুলতঃ বাংলাদেশের বিভিন্ন জেলায় ছড়িয়ে ছিটিয়ে থাকা বেকার ভাই/বোনদের একই প্লাটফর্মে এনে পরিচয় করিয়ে দেওয়ার জন্যে।
আমরা চাই বাংলাদেশের সকল উচ্চ-শিক্ষিত, স্বল্প-শিক্ষিত, স্ব-শিক্ষিত এবং অশিক্ষিত বেকার ভাই/বোন খুঁজে পাক নিজেকে প্রতিষ্ঠিত করার নতুন কোনো প্ল্যান, নতুন কোনো কৌশল।এই গ্রুপের সকল মেম্বার নিজেস্ব মতামত সহ বেকারত্ব-দুরিকরনের নতুন কোনো প্ল্যান নিয়ে গুরুত্বপূর্ণ লেখা পোষ্ট করতে পারবে এই গ্রুপে, এবং গঠনমুলক আলোচনা করতে পারবে একে অপরের সাথে। ।
আমরা আশাবাদী যে, এই ফেসবুক গ্রুপে শুধু-মাত্র বেকার ভাই/বোনরাই নয়।
এখানে বাংলাদেশের বিভিন্ন এলাকার নতুন ক্ষুদ্র উদ্যোক্তা ও সফল উদ্যোক্তা ভাই/বোনরাও অংশগ্রহন করে নিজ নিজ অভিজ্ঞতা ও মতমত শেয়ার করবেন এবং মুল্যবান পরামর্শ দিয়ে এই গ্রুপের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে আন্তরিক সহায়তা প্রদান করবেন।
এই লিংকে ক্লিক করে আপনি যোগ দিন এই গ্রুপে এবং আপনার ফেসবুক বন্ধুদেরকেও যুক্ত করুন এখানে ।
সর্বশেষ এডিট : ২১ শে মে, ২০১৬ বিকাল ৪:২০