মধ্য-দিনের আলোর দোহাই ,নিশির দোহাই,-ওরে!
প্রভু তোরে ছেড়ে যাননি কখনো, ঘৃণা না করেন তোরে।
অতীতের চেয়ে নিশ্চয় ভাল হবেরে ভবিষ্যৎ,
একদিন খুশী হবি তুই লভি’ তাঁর কৃপা সুমহৎ।
অসহায় যবে আসিলি জগতে তিনি দিয়েছেন ঠাই,
তৃষ্ণা ও সুধা,-দুঃখ যা ছিল ঘুচায়ে দেছেন তাই,
পথ ভুলে ছিলি,- তিনিই সুপথ দেখায়ে দেছেন তোরে,
সে কৃপার কথা স্মরনে রাখিস,- অসহায় জনে ওরে!
দলিসনে কভু; ভিখারী আতুর বিমুখ না যেন হয়,
তাঁর করুনার বার্তা ঘোষণা কর রে জগতময়।
সূত্র: view this link
সর্বশেষ এডিট : ৩০ শে জুন, ২০১৫ বিকাল ৫:৪৫