এইগুলা বিচ্ছিন্ন ঘটনা। এরা বাংলাদেশের সুপ্রিম লিডার, যিনি আমেরিকাতে থাকেন, তাদের বিরুদ্ধে কথিত কার্যক্রম চালিয়েছে। এরা সুস্হ লোক হেটেঁ গিয়েছে পুলিশের সাথে। আর আদালতে হাজির হয়েছে হুইল চেয়ারে করে।
ইতিহাস যদি কিছু শিক্ষা দিয়ে থাকে, তবে সেই সুপ্রিম কমান্ডার, তার মা, তার ইয়ার দোস্ত, বুর্জুগান সবার জন্যই এইরকম হুইল চেয়ারের ব্যবস্হা হবে।
ইতিহাসের শিক্ষা হলো মানুষ ইতিহাস থেকে শিক্ষা নেয় না।
আর এই ইতিহাসেরই আর একটা শিক্ষা হলো কোন স্বৈরশাসকের প্রস্হান সুখকর হয়নি।
সর্বশেষ এডিট : ২৩ শে মে, ২০১৬ সকাল ৭:১১