ক. বিবাহিত লোকরা সুখী কিনা এইরকম একটা জরিপের একটা অংশের প্রশ্ন সমূহঃ
- শ্যালিকা আছে। (-২)
- শ্যালিকা আপনার প্রশংসা করে। (-৪)
- আপনি শ্যালিকার প্রশংসা করেন। (-৬)
- শ্যালিকা প্রায়ই বাসায় আসে। (-৭)
- আপনিই তাকে আসতে বলেন। (-৮)
- শ্যালিকা আপনাকে পছন্দ করে না। (+৩)
- আপনি শ্যালিকাকে অপছন্দ করেন। (০)
- আপনি শ্যালিকাকে ভালোবাসেন। (-১)
- খুব ভালোবাসেন না। (-২)
- শ্যালিকা আপনাকে ভালোবাসে কি না জানতে চাইলেন। (-৯)
খ. এক লোকের বউয়ের নাম হাসি আর শ্যালিকার নাম খুশি।
সেই লোক রাতের শিফটে কাজ করে।
বহুদিন পর খুশি দুলাভাইয়ের বাসায় বেড়াতে এসেছে।
হাসি আর খুশি ডিনার সেরে টিভি দেখতে দেখতে একই খাটে শুয়ে পড়লো।
দুলাভাই ভোর চারটার দিকে বাড়ি ফিরলো। সে জানে শ্যালিকাটি বউয়ের পাশেই ঘুমোচ্ছে। বাসায় ফিরে রুমে ঢুকে কেয়ারফুলি কেয়ারলেস ভাব নিয়ে শ্যালিকার পাশে শুয়ে পড়লো। যেন সে ঘুমের ঘোরে এ কাজটি করছে, এমন কেয়ারলেস ভাব নিয়ে এক সময় শ্যালিকাকে জড়িয়ে ধরে আদর করতে থাকে। আদর পেয়ে শ্যালিকার ঘুম ভেঙ্গে যায়। সে চাপা স্বরে বলে, দুলাভাই আমি খুশি…আমি খুশি...
দুলাভাই এবার চেতন হবার ভাব ধরে ফিসফিস করে বলে, আমি তো ভাবছিলাম তুমি রাজিই হইবা না। চলো পাশের রুমে যাই।
গ. (বোনাস-১)
প্রেমিকাঃ উফ... সারা রাত করসো, এখন থামো। আর পারছি না !! প্লিজ থামো... সকাল তো হয়ে গেল।
প্রেমিকঃ না আমি থামবো না। সারা রাত করেছি, সারা দিন করবো। আমাকে মানা করো না... প্লিজ...
.....
কারন ৫ টাকায় ৫০০ SMS। কাজে লাগাতে হবে না !!!!
ঘ. (বোনাস-২)
মেয়েরা চার রকমের হয়ে থাকেঃ
১. শ্বাসের সমস্যা আছে যাদেরঃ- আহ...... আহ ......আহহহ.......
২. বাধ্যগত যারাঃ- ইয়েস, ওহ ইয়েস......আহইয়েস....oh yeah ....yeah .
৩. লোভী মেয়েরাঃ- more... more... plz give me more....plz
৪. ধার্মিকেরাঃ- oh god... oh ! oh my god !!
ঙ. (বোনাস-৩) দোস্ত কাল রাতে প্রভা আমাকে ফোন করে ফিসফিস করে বলল, কেউ বাসায় নেই, ইচ্ছা হলে আসতে পার!!
--কি করলি তুই?
--পড়িমড়ি করে ছুটে গিয়ে দেখি, আসলেই কেউ নেই বাসায়!!
চ. "শ্যালিকা বিহীন বিবাহিত জীবন হচ্ছে তেল বিহীন ট্রাকের মত, ঠেলে ঠেলে চালাতে হয়"--বিশিষ্ট দার্শনিক শৈলকানন্দ
সর্বশেষ এডিট : ০৩ রা ডিসেম্বর, ২০১২ ভোর ৫:১২