১)
২)রোটারডাম নেদারল্যান্ডের ২য় বৃহত্তম শহর + বিশ্বের সবচেয়ে বড় বন্দর।
৩) রোট নদি'র উপরের একটি ডাম/বাঁধ থেকেই এই নামের উৎপত্তি।
৪) এ্যামেস্টারডামের হৈ হুল্লো থেকে ফিরে এসে এখানে একটু নির্জনতাই অনুভব হলো।
৫) সামারেও এখানে তেমন মানুষের ভীর দেখতে পেলাম না।
৬) ইউরুপের একই ধাচের দালান থেকে এখানে একটু আধুনিকের মতই মনে হলো।
৭) রাস্তাঘাট অনেক পরিস্কার ও ফাকা ফাকা মনে হলো।
৮) একটু সৌন্দর্যের জন্য তারা অনেক বেশি পরিশ্রম করেছে।
৯) শুভা বর্ধনের জন্য রয়েছে প্রচুর মুর্তি।
১০) দেখতে মোটেও খারাপ লাগে না।
১১) নদির তীর ঘেষে রয়েছে বিশাল পার্ক।
১২) চমতকার এই পার্কে নিজের ছবি তুলে দেবার জন্য কোন মানুষই খুজে পেলাম না।
১৩) এত বড় পার্কে কোন লোকজন না দেখে চিন্তায় পরেগেলাম।
১৪)
১৫) ছবির মত দেখতে।
১৬) সাইকেলিং এবং জগিং এর জন্য অতি উত্তম জায়গা।
১৭) নদীর পারে চমৎকার একটি পরিবেশ এখানে।
১৮) এই পরিবেশ ছেরে কি আর আসতে মনচায়? তবু আসতে হয়।
১৯) ডবল এসে গেছে, ছরি।
শহরটি রোট নামক নদির পাশেই গড়ে উঠেছে।
২০) কি বলব আর দুঃখের কথা। অনেক দূর থেকে নদিতে বাস চলতে দেখে দৌড়ে এসে দুটু ছবি তুললাম। পরে আর দেখা পাইলাম না। পরেরদিন শুধুমাত্র এই বাসে চড়ার জন্যই রোটারডাম রয়ে গেলাম। কিন্তু টিকিট কাটতে গিয়ে জানলাম বাস নষ্ট হয়েছে, আজ বন্ধ।
২১) এর নাম স্প্লাসট্যুর। ওয়াটার বাস কিংবা ওয়াটার টেক্সিও বলা হয়।
নেন একটি ভিডিও ফ্রি দিলাম। ভাল না লাগলে পয়সা ফেরত।
http://www.youtube.com/watch?v=PTEAO_K4aro
২২) নদির পারে সময় কাটাতে বেশ ভালই লাগছিল, কিন্তু বৃষ্টির জন্য তেমন উপভোগ করতে পারি নি।
২৩) চমৎকার মনোরম পরিবেশ। নেই হৈচৈ, নেই ঠাসাঠাসি।
২৪)
২৫)
২৬)
২৭) পরিস্কার পরিচ্ছন্নতা ঈমানেরও অংগ।
২৮) ফুল ভাল বাসা নবিজীর সুন্নত।
২৯) নদির পারে বৃষ্টি এলে দৌড়ে এক ঘরে ঢুকলাম, ঢুকেই দেখি এটি একটি মিউজিয়াম। বুদ্ধ মিউজিয়াম।
৩০)
৩১) সন্ধায় হোস্টেলে ফিরে বিভিন্ন দেশের পুলাপাইনের সাথে দাবা খেলতে বেশ ভাল লাগত।
৩২) চমৎকার চমৎকার ট্রাম দেখতে পাওয়া যায় এই শহরে।
৩৩) ধুলো বালির চিহ্নও নেই।
৩৫) রোটারডাম ইসলামিক বিশ্ববিদ্যালয় ।
৩৬) নিন, একটু জুম করে দিলাম।
৩৪) শহরের মাঝে এটা কিন্তু মোটেও জংগল নয়।
৩৭) এটা কি সেটা শুনলে আপনার মাথা খারাপ হয়ে যাবে।
৩৮) কুকুর গোসল করানোর পুকুর।
৩৯) ব্রিজটিকে স্থানিয় লোকজন বেশ গুরু্ত্বের সাথে দেখে, এবং গর্ব করে।
৪০) সিটি পয়েন্ট। আড্ডা দেয়া, শপিং করার মনোরম পরিবেশ।
৪১) কাঠের রাস্তা।
নোট: রোটারডামে রয়েছে ইউরুপের মধ্যে বৃহত্তম একটি ইসলামিক কমিউনিটি। এই শহরেই রয়েছে দুটি ইসলামিক বিশ্ববিদ্যালয়। শতাধিক মাসজিদ। কিছু কিছু মসজিদ এতো বড় ও বিখ্যাত যে, কোন ট্যাক্সি ড্রাইভারকে মসজিদের নাম বললেই নিয়ে যাবে। আবার যে কোন ট্রাম বা বাসে চরে 'মস্ক মদিনা' বললে শহরের সবচেয়ে বড় মসজিদের পাশেই নামিয়ে দিবে।
সামনের পর্বে আপনাদের নিয়ে যাব প্যারিসে।