*** আমার পোস্টগুলোতে ফ্লাডিং করছে কিছু লোক, দেখে ভয় পাবেন না, আমি তাদের দুরে রাখার চেস্টা করছি।
ড: ইউনুসের নাম বিশ্ব অনেকদিন থাকবে; কিন্তু বাংলাদেশ ড: ইউনুসকে ভুলে যাবে খুবই অল্প সময়ে, অশিক্ষিত মানুষ কিছুই মনে রাখতে পারে না; ড: ইউনুস শিক্ষার জন্য তেমন কিছুই করেননি বললেই চলে। ড: ইউনুস কত সালে 'জোবরা' গ্রামে উনার প্রোগ্রাম শুরু করেছিলেন, সেটা জোবরার বেশীর ভাগ লোকই ভুলে যাবেন; কিন্তু প্রেসিডেন্ট ক্লিনটন ভুলবেন না; এটা হলো শিক্ষার প্রভাব, শিক্ষার ফলাফল।
মিলিটারীর তত্বাবধায়ক সরকারের ছাতাতলে ড: ইউনুস ১ টি রাজনৈতিক দল গঠন করতে চেয়েছিলেন; তিনি কিছুটা অগ্রসর হয়ে থেমে যান; সেটা ভুল ছিলো মনে হয়। যদিও মনে হবে যে, তিনি মিলিটারীর ছাতার নীচে সুযোগ নিতে চেয়েছিলেন, আসলে সেটা ব্যতিত উপায় ছিল না।
জিয়া ক্ষমতা দখল করে দল করেছেন; এরশাদও সেটা করেছেন; অবশ্য এই ২টি দলই অন্যায়ভাবে করা হয়েছিল; এই ২টি দলের কেন্দ্রের লোকগুলো বাংলাদেশ চায়নি, অনেকে বাংলাদেশের বিরোধীতা করেছিল; ড: ইউনুস দল করলে ঐ লোকগুলো উনার ধারে কাছে আসতো না; উনার দলে আসতো অনেক শিক্ষিত লোক, অনেক প্রফেশানেল, অনেক শিক্ষক।
এখন যদি উনি দল গঠন করতে চান, উনাকে ২ দিনের ভেতর লাল ঘরে পাঠানো হবে; কত ধরণের দেশদ্রোহিতার মামলা হবে কে জানে; দেখা যাবে যে, জোবরা থেকেও উনার বিরুদ্ধে মামলা করবে মালায়েশিয়া গমনেচ্ছুক লীগ। মিলিটারীর ছাতাতলেই উনার শেষ সুযোগ চলে গেছে।
মিলিটারী সরকার থাকার সময়, উনি দল করার চেস্টা করে বিএনপি ও আওয়ামী লীগের রোষে পড়েন। শেখ সাহেবের নিজস্ব ছাত্রলীগ যখন জাসদ করলো, শেখ সাহেব নিজের 'বি-টিম'কে সহ্য করলেন না; সেদিন যদি জাসদ'কে সহ্য করা হতো, বিএনপি, জাপা ও জামাত বলে কিছু থাকতো না।
সর্বশেষ এডিট : ২৮ শে মে, ২০১৬ ভোর ৫:৩০