অবশ্যই দরকার আছে। বাংগালীদের মাথা ঘামানোর সুযোগ থাকলে আমেরিকান নির্বাচন নিয়ে মাথা ঘামানোই সঠিক কাজ হবে; কারণ, বাংলাদেশে নিজেদের ভোট নিয়ে অনেকদিন বাংগালীদের মাথা ঘামানোর দরকার হবে না, মনে হচ্ছে, সরকার নিজেই সেটা নিয়ে ভাববে! অবশ্য মাথা ঘামানোও সব সময় সহজ কাজ নয়, কমপক্ষে চার জনে একজন বাংগালী মাথায় করে ইট, ধান-চাল, জীবিত মুরগী, মাটি, কয়লা বহন করে প্রতিদিন; মাথার উপর মুরগী নিয়ে ট্রাম্প আর হিলারীকে নিয়ে কতই বা আর ভাবা যায়?
আমেরিকায় এখন ৫ লাখের মত বাংগালী বাস করে, এগুলো দেশের বাংগালী ব্যবসায়ী ও বাংলাদেশ সরকারের জন্য সোনার ডিম দেয় প্রতিদিন বিকেলে; এরা আমেরিকায় বসে বাংগালী শুটকী খেয়ে সোনার ডলারের ডিম পাড়ে নিয়মিত; আগামী ১০ বছরে এদের মা-বাবা, ভাই-বোনরা আমেরিকা এসে, বাংগাালীর সংখ্যা ২ গুণ করবে। এবারের ভোটের উপর নির্ভর করবে, আগামী ১০ বছরের বাংগালী বাড়বে, না আরো কমে যাবে।
আমেরিকায় বসবাসরত বাংগালীরা মোটামুটিভাবে ডেমোক্রেটিক প্রার্থী হিলারীকে সাপোর্ট করে; অনেক কারণের মাঝে বড় কারণ হচ্ছে, হিলারী ও উনার স্বামী বিল বাংলাদেশ ভ্রমণ করেছিলেন, এবং বাংগালীদের প্রতি সব সময় সহানুভুতিশীল। কিন্তু এবারের ভোট আমেরিকার ভোটের ইতিহাস বদলায়ে দিচ্ছে, রিপাবলিকানদের প্রার্থী হয়ে গেছেন একজন অরাজনৈতিক ব্যক্তি, ট্রাম্প। ট্রাম্প মুসলিমদের জিহাদ ইত্যাদি থামানোর জন্য শক্তহাতে আরবদের দমন করার কথা বলছে; আবার আমেরিকায় বাংগালীরা আরবদের সাথে মিলেমিশে চলে, সেটা সমস্যা হয়ে দাঁড়াতে পারে।
আমেরিাকায় যা হওয়ার তাই হবে, মনে হচ্ছে হিলারী বাতাসের সাথে উড়ে যেতে পারে; গত সপ্তাহ অবধি হিলারী ১০ পয়েন্ট এগিয়েছিল; আমার মনে হচ্ছে, এই ১০ পয়েন্ট বাস্পীভূত হতে সময় লাগবে না; বরং ১০ পয়েন্ট পেছনে পড়ে যেতে সময় লাগবে না, হয়তো। বাতাস যদি ট্রাম্পের অনুকুলে চলে যায়, বাংগালীদের হুশিয়ার হতে হবে; পাকী ও আরবদের থেকে দুরে থালে ভালো হবে।
সর্বশেষ এডিট : ২৪ শে মে, ২০১৬ রাত ১০:৩১