মিশরের ফ্লাইট-৮০৪ ফ্রান্স থেকে আসার পথে, মিশর থেকে ২৮০ মাইল দুরে ভুমধ্য-সাগরে পড়ে গেছে, ৬৬ জন যাত্রী ও ফ্লাইটের ক্রু'রা মৃত্যু বরণ করেছেন; সন্দেহ করা হচ্ছে, বডির ভেতরে বোমার বিস্ফোরণে বিমানটি ধ্বংস হয়েছে। ফ্রান্সের বিমান বন্দরগুলোতে ৮৭ হাজার মানুষ কাজ করেন; এর মাঝে আছে বিরাট সংখ্যাক আরব; এখন ফ্রান্সের সরকারকে এসব লোকদের ব্যাপারে কিছু খারাপ সিদ্ধান্ত নিতে বাধ্য করবে।
মিশর ১ বছরের মাঝে ২টি মুল্যবান প্লেইন হারালো, ইনসিরেন্সে ভয়ংকর টাকা হারায়েছে, ব্যবসা নেই বললেই চলে; এই ফ্লাইটে ৬৬ জন লোক আসছিল, যেখানে ২৫০ জনেররও বেশী মানষের জন্য সীট ছিলো; মিশরের আসল ব্যবসা পর্যটন। কি করে মিশর দেশ চালাবে?
ফ্লাইটটি যদি সন্ত্রাসের কারণে ধ্বংস হয়, ফ্রান্সকে টাকা গুনতে হবে, সাথে সাথে ফ্রান্সের নিজের বিমানগুলো যাত্রী হারাবে এবং অনেক এয়ার লাইন্স ফ্রান্সের এয়ারপোর্ট ব্যবহার করতে চাইবে না।
বিশ্বে অর্থনৈতিক বৈষম্য এসব সংঘাতের মুল কারণ; এর থেকে বের হতে হলে, আরবদেশগুলো, এশিয়া ও আফ্রিকার অর্থনীতিতে সাম্যতা আনতে হবে।
সর্বশেষ এডিট : ২৬ শে মে, ২০১৬ ভোর ৪:৫৮