এক বছরে খুব বেশি কিছু লিখিনি। কারন আমি অন্য সব ব্লগারদের মত সুন্দর ভাবে গুছিয়ে লিখতে পারি না। অনেক কিছুই মাথায় আসে, আবার দু-চার পৃষ্ঠা লেখার মত অনেক ইস্যুই আমাদের চারপাশে ঘুরছে। কিন্তু সময় আর গুছিয়ে উঠতে না পারার কারনে সেগুলকে বাস্তবে রুপ দিতে পারছি না। এটা অবশ্য অনেক যন্ত্রণার যারা এই সমস্যায় ভুগছেন তারা ঠিক ই বুজতে পারছেন।
তবে এই এক বছরে আমি প্রচুর পরেছি আর এখান থেকে অনেক নতুন কিছু জেনেছি ও শিখেছি।
মাঝে মাঝে কিছু রাগ, ক্ষোভ, অভিযোগ, আবেগ, ভালবাসা, হিংসা, সমর্থন খুব প্রকাশ করতে ইচ্ছে করে। সেই ইচ্ছে থেকেই একেবারে চুপ থাকিনি যা ভাল লেগেছে লিখেছি। জানিনা সেগুলো কার কাছে কেমন লেগেছে। তবে আমি আমার লিখিত অভিবেক্তি প্রকাশের মাধ্যমে পক্ষ বা বিপক্ষ কাউকে আঘাত করার ইচ্ছে কখনই পোষণ করিনা।
আর ভালো-খারাপ যাই লিখেছি অনেকেই সেখানে নিজেদের মন্তব্য জানিয়েছেন। তাই তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। কারন এই মন্তব্যগুলোই পরবর্তী লেখার উৎসাহ হিসেবে কাজ করে।
দিন শেষে সবারই একা পথ চলতে হয় তাই এই এক বছরের ব্লগেও আমি সম্পূর্ণ একা চলছি। মন্তব্যের বাহিরে কার সাথেই কোন কথা হয় না। খুব বড় ব্লগার হওয়ার সপ্ন নেই তবে মাঝামাঝি থেকে অনেক কিছু শেখার সপ্ন আছে আর আমি সেই লক্ষেই এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। এখন সবার সহযোগিতা একান্ত কাম্য।
এই পোষ্টটাকে লম্বা করে ব্লগারদের মূল্যবান সময় নষ্ট করব না।
নতুন বছরে সবার কাছে নতুন ভাবে ভালবাসা আর উৎসাহ কামনা করি। সবার সুস্বাস্থ্যের মঙ্গল কামনা করি। ও একান্তভাবে সামহোয়্যারইন ব্লগের সফলতা কামনা করি।
সর্বশেষ ঃ সকল ব্লগারকে ও সামুর সব মোডারেটদের জানাই আন্তরিক ধন্যবাদ।
সর্বশেষ এডিট : ২৪ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:৫৬