গতকাল শুক্রবার সন্ধ্যায় মিউনিখের অলিম্পিয়া শপিং সেন্টারে এ হামলা হয় বলে জার্মানির রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম ডয়েচে ভেলে জানিয়েছে।
এখন পর্যন্ত এ বিষয়ে বিস্তারিত জানা যায়নি।
জার্মান টেলিভিশন এনটিভি এ ঘটনায় ১০ জন নিহতের খবর দিয়েছে বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে।
বিবিসির খবের ৩ জন নিহত হওয়ার কথা নিশ্চিত করা হয়েছে।
এ ঘটনায় আরো অনেকে আহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে এই ঘটনা ঘটে। মার্কেটের অভ্যন্তরে ম্যাকডোনাল্ডস রেস্টুরেন্টে বন্দুকধারীরা হামলা চালিয়েছে বলে ধারনা করা হচ্ছে।
এ ঘটনার পর মিউনিখে ট্রেন, ট্রাম ও বাসের একাধিক লাইন বন্ধ করে দেয়া হয়েছে বলে পরিবহন কর্তৃপরে বরাত দিয়ে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে।
একজন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, মিউনিখের মুসাখ এলাকার অলিম্পিয়া মিউনিখ শপিং সেন্টার নামের ওই মার্কেটে বড় ধরনের নিরাপত্তা অভিযান চলছে।
পুরো এলাকা পুলিশ ঘিরে রেখেছে।
দোকান কর্মচারীরা ভিতরে আটকা পড়েছেন।
সর্বশেষ এডিট : ২৩ শে জুলাই, ২০১৬ রাত ১:২৬