মোদের রাজা ছিল বেজায় লাজুক,মন্ত্রীরা সব ভীরু
পা উঠিয়ে বসতো তারা,গলা ছিল সরু।
রাজ্যে মোদের খালি শান্তি,খালিই সুবিচার
জখম হলেও বলতো না কেউ,জানতোনা খুন হল কার।
হঠাৎ একদিন এক রাখাল বালক বাঘের কথা দিল বলে,
শান্তি সেথায় নষ্ট হলো,তাকে চড়ানো হল শূলে।
রাখাল বালক হেসেই কুটি,সত্য না হয় বলেছি দুটি
তাই বলে মারবে মোরে,ধরবে চেপে টুটি।
রাজ্যে ছিলো মহামারী এক,সত্য কথা বললে পরে গলা হয় বন্ধ
যদিওবা কেউ বলে সত্য,রাখালের ন্যায় যাবে তার স্কন্ধ।
প্রজারা সব চুপসে গ্যাছে,ভয় পেয়েছে বলে
এরা যদি জাগতে পারে,ধরবে ছুরি লাজুক রাজার গলে।
রাজা তুমি জাগো এবার,একটু চেয়ে দ্যাখো
আর কত প্রাণ গেলে সত্য তুমি শেখো?
মহামারী আছে যত,নোংরামিতে ঘেরা
নষ্ট করো এগুলো সব,তুমিই হবে সেরা।
রক্তে তোমার আগুন আছে মোরা সবাই জানি,
তাইতো তোমায় এখনো মোরা রাজা বলেই মানি।
সর্বশেষ এডিট : ২৭ শে এপ্রিল, ২০১৬ রাত ১:৫৭