আমার পরিচয়
আমার পরিসংখ্যান
লাজুক রাজা
মোদের রাজা ছিল বেজায় লাজুক,মন্ত্রীরা সব ভীরু
পা উঠিয়ে বসতো তারা,গলা ছিল সরু।
রাজ্যে মোদের খালি শান্তি,খালিই সুবিচার
জখম হলেও বলতো না কেউ,জানতোনা খুন হল কার।
হঠাৎ একদিন এক রাখাল বালক বাঘের কথা দিল বলে,
শান্তি সেথায় নষ্ট হলো,তাকে চড়ানো হল শূলে।
রাখাল বালক হেসেই কুটি,সত্য না হয় বলেছি দুটি
তাই বলে মারবে মোরে,ধরবে চেপে টুটি।
রাজ্যে ছিলো... বাকিটুকু পড়ুন
ধূমপায়ী
আর্টিস্টের প্রিয় গন্ধ ছিল তারপিনের
আর আমার তামাক পোড়া
লালা লাগা হার্মোনিকার গন্ধ ভালবাসে গায়ক
আর আমার ভিজে যাওয়া তামাক
প্রেমিক তার প্রেমিকার চুলের গন্ধ খোঁজে
আর আমি খুঁজি বাসি তামাক
আমি তামাকচাষী না,আমি তামাক ভালবাসি
আমি ধূমপায়ী,আমি তামাক পোড়াই
রঙ বেরঙ-এর তামাক। বাকিটুকু পড়ুন
পেনশন বিহীন বুড়ো
সরকারি লিফটের অভ্যাস টা হয়ে গেছিল আমার
এ তলা থেকে ও তলা ওঠানামা আমার নিত্যকার
বৃদ্ধ বাবার ফাইল নিয়ে শুধুই হাটাহাটি
লাখ দশেক টাকার কাটাকাটি
পেনশন পাওয়ার নামে তার টেনশন বেড়ে গেছিল।
আর আমার সকালে চা রুটি ছাড়া কিছুই জুটত না
তবুও এ তলা থেকে ও তলা,এ টেবিল থেকে ও টেবিল
বেলা শেষে একমুঠো হতাশা আর... বাকিটুকু পড়ুন
টোকাই
খেয়েছিস তুই?
পাবো কোথায়
ভিজেছিস তুই?
কাপড়ই তো নেই
ঘুমিয়েছিস তুই?
ঝুড়িই তো নেই
করিস কি?
শহর সাফ
ঘেন্না হয় না?
ধুর মশাই
কত পাস?
কুড়ি টাকাই
হয় না তাতে?
চা-রুটি বটে
মা-বাপ নাই?
জানিনা ভাই
রাত্রি জাগিস?
ভয় পাই
বলিস কি?
সত্য কথাই
মিথ্যে বলিস?
সুযোগ পাই
কেন বলিস?
খেতে পাই
বস্তা কিসের?
রোজ টোকাই
যাবি কোথায়?
বিদায় মশাই। বাকিটুকু পড়ুন
গন্ধ
তুমি কি গন্ধ পাচ্ছো??
হাড়ের গন্ধ,মাংসের গন্ধ,পোড়া চামড়ার গন্ধ
বিভৎস বিভীষিকায় ঝলসে যাওয়া ঠোঁটের গন্ধ
উটকো গন্ধ,বোটকা গন্ধ
চামড়া পোড়া মাংসের গন্ধ
মেডিকেলের ফ্রেশনার ফুরিয়ে গেছে
তাতে কোনো তীব্রতা ছিলনা;
চামড়া চাটা শিয়ালের প্রিয় গন্ধে
মোহময় বার্ন-ইউনিট।
নগ্ন শরীরের অশ্রুপ্লুত আর্তনাদ
কখনো পৌছাবে না মাংস খেকো শিয়ালের কানে,
চাঁদের আলোয় গলিত শরীর কুটকুট করছে
স্যাভলন আর সিলক্রিমে
পোড়া জায়গায় খালি চিনচিন করে।
বাকি... বাকিটুকু পড়ুন
অভিশপ্ত ভ্রুণ
অদূর সূর্যের ভ্রম যখন চোখে লাগে
তোর চোখে রক্তেরেখা ফুটে ওঠে;
শরীরের ভিতর বেড়ে উঠতে থাকে
এক অভিশপ্ত ভ্রুন।
ভ্রুনের মায়ায় মায়ের আস্বাদ
পৃথিবীর আলো না চায় জন্ম দিতে তাকে
দারিদ্রতার আঁচলে মুখ লুকোয় অভুক্ত মা;
স্বশিক্ষিত বাবাও কাঁদে দিনমজুর হয়ে
অপরাধ তোর হে ভ্রুন!
কেন প্রকৃতির মায়াতে আবেগ জড়িয়ে
আম্বিলিকাল কর্ড দিয়ে অক্সিজেনের
সাথে দারিদ্রতা ডেকে আনলি?
যে সমাজ তোর নিশ্চয়তা... বাকিটুকু পড়ুন