অদূর সূর্যের ভ্রম যখন চোখে লাগে
তোর চোখে রক্তেরেখা ফুটে ওঠে;
শরীরের ভিতর বেড়ে উঠতে থাকে
এক অভিশপ্ত ভ্রুন।
ভ্রুনের মায়ায় মায়ের আস্বাদ
পৃথিবীর আলো না চায় জন্ম দিতে তাকে
দারিদ্রতার আঁচলে মুখ লুকোয় অভুক্ত মা;
স্বশিক্ষিত বাবাও কাঁদে দিনমজুর হয়ে
অপরাধ তোর হে ভ্রুন!
কেন প্রকৃতির মায়াতে আবেগ জড়িয়ে
আম্বিলিকাল কর্ড দিয়ে অক্সিজেনের
সাথে দারিদ্রতা ডেকে আনলি?
যে সমাজ তোর নিশ্চয়তা দেয় না,
যে সভ্যতা তোর মাকে কাঁদায়,
যেখানে তোর মত অসংখ্য ভ্রুন নষ্ট,
তুই কেন প্রত্যাশা বিহীন সমাজে এসেছিস??
তোর গায়ের এক ছটাক তেল ছিল না
আর এখন তুই কিনা রেশমি সুতোয় মোড়া
ভ্রুন থেকে তুই মানুষ,সস্তা সভ্যতার সস্তা ফানুশ!
সর্বশেষ এডিট : ১০ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:৩১