
গৌরবময় অনিশ্চয়তার খেলা ক্রিকেট। অনিশ্চয়তাকে আরো বেশী অনিশ্চিত করে তুলতেই বিশ্ব মঞ্চে আগমন ওয়ানডে ক্রিকেটের। আবির্ভাবের কয়েক দশকের মধ্যেই ক্রমেই আকর্ষন হারিয়ে ফেলছিল ওয়ানডে ক্রিকেট। বেশীর ভাগ ম্যাচেই ৫০ ওভারের মধ্যে বলে দেয়া যেত কারা জিতবে। ফলে ক্রমান্বয়ে হ্রাস পাচ্ছিল দর্শক সংখ্যা এবং তার সাথে পাল্লা দিয়ে ক্রিকেট উত্তেজনাকে বাচিঁয়ে রাখতে বাড়ছিল আইসিসি-র কপালে ভাজেঁর সংখ্যা। এর ফলেই আইসিসি ঝুঁকে পড়েছিল একসময়ের অস্পৃশ্য টি-২০ নামক ধুম ধাড়াক্কা মার্কা ক্রিকেটের দিকে।

সাম্প্রতিক সময়ে কয়েকটি ওয়ানডে ম্যাচ দেখেছেন? না দেখে থাকলে চরমভাবে মিস করেছেন ওয়ানডে ক্রিকেটিয় উত্তেজনা। নজর দেয়া যাক সাম্প্রতিক সময়ের কয়েকটি ওয়ানডে ম্যাচের দিকে। প্রথমেই বাংলাদেশ - নিউজিল্যান্ড সিরিজ। বাংলাদেশ ৪-০ ব্যাবধানে নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করলেও একটি ছাড়া প্রতিটি ম্যাচই ছিল চরম উত্তেজনাকর। ৩টি ম্যাচই ছিল ফিফটি-ফিফটি ম্যাচ। অর্থাৎ জিততে পারতো যে কেউ। যেখানে টাইগার্সরা দারুনভাবে এগিয়ে গেছে কিউদের চেয়ে।
দ:আফ্রিকা - পাকিস্তান সিরিজের ম্যাচগুলো দেখেছেন? প্রথমটি বাদে ২য় ও ৩য় ম্যাচ দুটোতো ওয়ানডে ইতিহসেরই অন্যতম সেরা ম্যাচ হিসেবে বিবেচনা করছেন বিশেষজ্ঞরা। ২য়টিতে আবদুর রাজ্জাকের ব্যাটিং তান্ডবে পাকিস্তান ১ উইকেটে দঃআফ্রিকাকে হারালেও ৩য় ম্যাচে পাকিস্তানকে ২ রানে হারিয়ে ঠিকই প্রতিশোধ নেয় প্রোটিয়াসরা।

আজকের শ্রীলন্কা-অষ্ট্রেলিয়া ম্যাচ দেখেছেন? দেখেননি .... তাহলে আপনাকে ঠিক বুঝানো যাবে না আপনি কি মিস করেছেন। ক্রিকেটের সব নাটকীয়তা ছিল আজকের ম্যাচে। যেখানে ম্যাথুজ (৭৭*) এবং মালিঙ্গার (৫৬) বিক্রমে অস্ট্রেলিয়াকে ১ উইকেটে হারায় শ্রীলন্কা। অথচ ২৪০ রানের টার্গেটে খেলতে নেমে ১০৭ রানে ৮ উইকেট হারিয়ে ফেললে অদৃশ্য ঈশ্বর ছাড়া আর কেই বা ভাবছিলেন এ ম্যাচ শ্রীলংকা জিতবে যেখানে স্বীকৃতি ব্যাটসম্যান বলতে কেবল ম্যাথুজই ছিলেন। বাজিমাত করে দিলেন বোলার মালিঙ্গা একের পর এক চমৎকার শট খেলে।
বিশ্বকাপের আগে আগে ওয়ানডে ক্রিকেটের রমরমা অবস্থায় আশাবাদী হতে পারেন ক্রিকেট প্রেমীরা দারুন একটি বিশ্বকাপের। জয়তু ওয়ানডে ক্রিকেট।