আহত বাউল তার অক্ষত মোটর বাইকসহ গৃহে প্রত্যাবর্তন করলে সেখানে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারনা হয়। আবেগে আপ্লুত তার একমাত্র সন্তান আহত পিতাকে বাদ দিয়ে তার প্রিয় মোটর সাইকেলটিকে জড়িয়ে ধরে (ছবি সংযুক্ত)।
ব্লগার পল্লী বাউল তার শুভাকাঙ্খী সহ ব্লগারাদের তার জন্য কোনরুপ শোকবার্তা, শুভেচ্ছা বাণী, সংবাদ সম্মেলন, শোক সভা কিংবা মিলাদ মাহফিল আয়োজনে কঠোরভাবে নিষেধ করেন। তবে তার নিষেধ উপেক্ষা করে যারা এ সমস্ত কার্যাবলী সম্পাদন করেছেন তিনি তাদের প্রাণঢালা ধন্যবাদ জ্ঞাপন করছেন। তাছাড়া তিনি সহব্লগার এবং শুভাকাঙ্খীদের তার জন্য কোনরুপ ফুল, কার্ড, ফলমূল পাঠাতেও নিরুৎসাহীত করছেন। একান্ত অনুরাগীদের জন্য তিনি তার মোবাইলে অনূর্ধ ৫০/- টাকা হতে ততোধিক ফ্লেক্সিলোড করতে অনুমতি প্রদান করেছেন। তবে ফ্লেক্সির পরিমান কোনক্রমেই ৫০/- এর কম হওয়া চলবে না।
যারা পোস্টটিকে রম্য বলে মূল ঘটনাটি অবিশ্বাস করছেন তাদের জন্য ব্লগার পল্লী বাউলের আহত বিভিন্ন অঙ্গের ছবি সংযুক্ত করা হলো .......
** যদি স্ত্রীর ক্রমাগত বকাঝকা শুনা এবং সন্তানের নর্দনকুর্দন সহ্য করাকে বিশ্রাম বলা যায়।