আমি প্রগাঢ় অনুভুতি নিয়ে তোমায় ছুঁই,
অথবা অনুভুতিহীনভাবে দূরে চলে যাই,
পার্থক্য কি ?
তুমিতো বরফ, গলবে না কখনই ।
তাপ দিলে নাকি বরফ গলে,যদি নাও গলে,
তফাৎ কি ?
এতো হাইড্রোজেন আর অক্সিজেনের প্রেমলীলা ।
ভালবাসায় কিনা হয় বলো ।
যদি ভালবেসে ফেলি,যদি নাইবা বাসি,
কীসের কি ?
কি যা তা বোকার মতো ভাবছি ।
যদি বোকা ভাব,যদিবা চালাকই ভাব,
যাই ভাব ?
আমাকে চেনার জন্যই তো ভেবেছ ।
যদি চিনে ফেল,যদি অচেনাই রই,
ফারাকটা কই ?
কষ্টতো পাবই ; অচেনা থাকার কষ্ট,
চেনা মানুষের দেওয়া সৌখিন কষ্ট ।
যদি কষ্ট দাও,যদি সুখ দাও,
কী এসে যায় ?
তাতে কিছুটা অনুভুতি তো ছিল ।।
সর্বশেষ এডিট : ১৩ ই মার্চ, ২০১২ রাত ৩:৪৮