হে তরুণ!
তোমার হাতে অস্ত্র কেন!
তুমি তো সম্ভাবনাময় ভবিষ্যৎ,
সূর্যোদয়ের অগ্নি সারথি তুমি।
তোমার হাতের ছোঁয়ায় সাজবে নতুন বিশ্ব।
সে হাতে অস্ত্র না কলম শোভা পায়।
তুমিই তো সুকান্ত তুমিই তো রুদ্র!
তোমার কলমেই রচিত হবে শান্তির সুর।
হে তরুন!
তোমার হাতে রক্ত কেন!
রক্ত না সেই হাতে প্রেমিকার কোমল হাত শোভা পায়।
কিংবা প্রেমিকার জন্যে লাল গোলাপ অথবা রক্তজবা।
হে তরুণ!
তোমার ত্রাসে মানুষের বুক কাঁপে কেন!
তুমি তো এক বুক ভালবাসায় পূর্ণ!
তুমি তো হবে প্রেমার্ত প্রিয়ার প্রেম পিপাসু হৃদ কম্পনের কারণ।
হে তরুণ!
তোমার মুখে ভুল স্লোগান কেন!
তুমি তো রাজপথ মাতাবে দাবি আদায়ের মিছিলে।
তোমার মুখে উঠবে উত্তাল মিছিলের রক্ত টগবগানো স্লোগান।
তুমিই তো শহীদ আসাদ, নূর হোসেন তো তোমারই বড় ভাই।
হে তরুণ!
তোমার হাতে ফারাজের রক্ত কেন!
ফারাজ তো তোমাদেরই বন্ধু।
রক্তমাখা হাতে কি বন্ধুত্ব হয়?
৫ই জুলাই, ২০১৬
দুপুর ১ টা ৩৪ মিনিট
সর্বশেষ এডিট : ০৫ ই জুলাই, ২০১৬ বিকাল ৩:২৬