কবিতা: পাপ
কখনো আমি ভাসি সাগরের জলে,
আমার নীথর দেহ পড়ে থাকে বালুকাবেলায়।
তোমরা যাকে 'সী-বীচ' বল।
এতো তোমাদেরই অবসর যাপনের স্থান!
এখানেই পড়ে রয় আমার বেঁচে থাকার আকুতিতে
ক্লান্ত শ্রান্ত ছোট্ট দেহ।
অবসরে গেছে সে!
রক্তদৃষ্টি দিও না! আমি তোমাদের যায়গা দখল করব না।
ময়লার মতো আমাকেও সরিয়ে ফেলা হবে।
আমার অবসরে যাওয়া দেহ তোমাদের দখলদারিত্বের ফল!
আমি চাপা পড়ি... বাকিটুকু পড়ুন