এক দিন এক বন্ধু খুব আফসোস করে বলেছিল,
"দোস্ত, দেশে থাকুম না। HSC টা পাশ করেই বিদেশ চলে যাব।"
"ক্যান, দেশ কি দোষ করল?"
"এই দেশে কেউ মেধার দাম দেয় না।"
আমার বন্ধু টা কিন্তু ভুল কিছু বলেনি।
যেই দেশ জ্ঞানী-গুনীদের কদর দিতে জানে না সেই দেশে নাকি জ্ঞানী-গুনী মানুষ জন্ম নেয় না। বাংলাদেশে যে কয়েক জন একটু মাথা চাড়া দিয়ে উঠে তাদের নিয়ে শুরু হয়ে যায় বিভাজন। মতের মিল না থাকলেই তাদের কেউ চলে যায় নাস্তিকের তালিকায়। তাদের কল্লার দাম ঠিক করে দেয়া হয়। আবার কয়েক জন কে নিয়ে শুরু হয় রাজনীতিবিদ দের টানাটানি।
অবশ্য যে জাতি তার স্বাধীনতার ঘোষক কে নিয়ে রাজনীতি করে, জাতির পিতা কে নিয়ে রাজনৈতিক ফায়দা হাসিল করতে চায়, জাতির বীর সন্তানদের নিয়ে রাজনীতি করে তাদের কাছ থেকে এর চেয়ে আর কী বা আশা করা যায়!
একাত্তরের ১৪ই ডিসেম্বর পাকিস্তানিরা আমাদের জাতিকে এক রাতে মেধা শূন্য করতে চেয়েছিল। আর বর্তমানে যা ঘটছে তা অনেকটা স্লো পয়জনিং এর মতো। মেধাবীরা তাদের মেধার বলে কিছু করতে গেলেই তাদের কে নিয়ে শুরু হচ্ছে ট্যাগ অব ওয়ার। যার জন্য মেধাবী আর জ্ঞানী-গুনীরা থেকে যাচ্ছে পর্দার আড়ালে। স্লো পয়জনিং এর মতো জাতির মেধার গ্রাফ স্লোলি নিচের দিকে নেমে যাচ্ছে।
সর্বশেষ এডিট : ০৮ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:১৭