রাষ্ট্র ধর্ম ইসলাম থাকা না থাকা নিয়ে আমার বিন্দুমাত্র মাথা ব্যাথা নাই।
প্রথামত রাষ্ট্রের কোনো ধর্ম থাকে না। ধর্ম থাকে রাষ্ট্রের জনগনের। দ্বিতীয়ত আমার বিশ্বাস অর্থাৎ আমার ধর্ম আমার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না। ধর্ম কোনো কেড়ে নেয়ার জিনিস না। আর আমার ধর্ম এতো ঠুনকো না যে তা কেবল দুই মলাটের সংবিধানে না থাকলে নিঃশেষ হয়ে যাবে। আমার সৃষ্টিকর্তাও এতো ক্ষুদ্র না যে তাকে সংবিধানে না রাখলে তার অস্তিত্ব নিয়ে টানাটানি পড়ে যাবে।
ধর্ম নিয়ে কামড়াকামড়ি না করে আসেন একটা সুন্দর বাংলাদেশ গড়ি।
এমন এক বাংলাদেশ যেখানে সব ধর্মের মানুষ মনের আনন্দে নিজ নিজ ধর্ম চর্চা করবে। এমন এক দেশ গড়ি যেখানে 'সংখ্যা লঘু' বলে কোন সম্প্রদায় থাকবে না। অন্য ধর্মের মানুষকে কেউ 'মালু' বলে অবজ্ঞা করবে না। এমন এক দেশ চাই যেখানে অন্যের উপাসনালয় ভেঙ্গে কেউ নিজেকে ধার্মিক হিসেবে জাহির করবে না। দেশ টা যেন এমন না হয়ে যায় যেখানে ধর্মের দোহায় দিয়ে গরু খাওয়া নিষেধ করে দেয়া হয়। যে যে যার যার ধর্মের লেবাস পরে নির্দ্বিধায় ঘুরে বেড়াতে পারবে। দাড়ি টুপি থাকলে কেউ যেন কাউকে 'জঙ্গি' আক্ষা না দেয়। শুধু ধর্ম পালনকারীই না, এদেশে যেন যারা ধর্ম মানে না তারাও সুন্দর ভাবে বেঁচে থাকার সুযোগ পায়। একটা সুন্দর সহনশীল পরিবেশ চাই যেখানে কেউ ধর্মকে নিয়ে অর্থাৎ ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে এমন কিছু করবে না। নাস্তিক হলেই যেন কারো মাথার মুল্য নির্ধারণ করে না দেয়া হয়। একটা সুখি সম্প্রীতির বাংলাদেশ চাই। যেই বাংলাদেশে সন্ধ্যা বেলায় মসজিদে আজান দিবে আর হিন্দু বাড়িতে সন্ধ্যাপ্রদীপ জ্বলবে আর শাঁখ বাজবে।
এই দেশ অর্জনের পেছনে যেমন মুসলমানের ত্যাগ আছে তেমনই হিন্দু, খ্রিষ্টান, বৌদ্ধদেরও অবদান আছে।
এই বাংলার মাটি সব ধর্মের মানুষের রক্তে রঞ্জিত। ধর্মের নামে আর এক ফোটা রক্ত পড়ে এই মাটিকে অপবিত্র করতে দিব না।
ধর্মপ্রাণ মানেই ছাগু না।
আবার অসাম্প্রদায়িকতা মানেই ধর্মহীনতা না।
সর্বশেষ এডিট : ২৯ শে মার্চ, ২০১৬ দুপুর ২:৪৯