একটা ছোট ঘটনা বলি।
কয়েকমাস আগের কথা। তখন অর্ধ বার্ষিকী পরীক্ষার ব্যাবহারিক পরীক্ষা চলছিল। ফার্স্ট ইয়ারে সবারই একটা গা ছাড়া ভাব থাকে। তাই অনেকেই গনিত ব্যাবহারিক দেয়নি। তাই যারা পরীক্ষা মিস করেছিল তাদের সবার পরীক্ষা এক রুমে নেয়া হচ্ছিল। সবার সাথে ইংলিশ ভার্শনও ছিল।
তো স্যার বোর্ডে প্রশ্ন লিখে দিয়ে বসে ছিলেন। এমন সময় এক ছেলে বলে উঠল, "স্যার প্রশ্নটা ইংলিশে লেখেন। বাংলা বুঝি না।"
বাংলা না বুঝা যেন বিরাট বাহাদুরি!
এই হচ্ছে আজকের অবস্থা। মায়ের ভাষা হয়ে গেছে শুধুই বোঝা। আজকের দুদ জেনারেশন ইংলিশ নিয়ে ফটর ফটর করে নিজেদের বিরাট স্মার্ট ভাবে। কিন্তু এটা বুঝে না যে মাতৃভাষা ছাড়া সবই অপূর্ণ। ডুড, মধুসূদন নিজ ভাষা ছেড়ে অন্য ভাষায় প্রতিষ্ঠা পায়নি আর তুমি কোন ছাড়!
আমি বলছিনা বাংলা ছাড়া অন্য ভাষার চর্চা করা যাবে না। অবশ্যই যাবে। তবে হ্যাঁ, নিজ ভাষার সাথে অন্য ভাষার দু একটা শব্দ মিশিয়ে ভাষাকে বিকৃতি করে বুলি কপচে নিজেকে স্মার্ট ভাবাটা বিরাট বোকামি।
ভাষা বিকৃতি রোধ করে সঠিক ভাবে ভাষার ব্যাবহার করুন। এতেই ভাষার মর্যাদা রক্ষা হবে। শহীদদের রক্তদান সফল হবে।
ধন্যবাদ তোমাদের! কারন তোমাদের রক্তে আজ আমার নাম বাংলায় লেখা।
সর্বশেষ এডিট : ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৪৯