জীবনবৃত্তান্তে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগের মুখে ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান ইয়াহুর প্রধান নির্বাহীর পদ থেকে সরে দাঁড়িয়েছেন স্কট থম্পসন। রোববার তিনি ইয়াহুর প্রধান নির্বাহীর পদ থেকে পদত্যাগ করেছেন। বার্তা সংস্থা রয়টার্স জানায়, থম্পসনের জায়গায় ইয়াহুর গ্লোবাল মিডিয়া-প্রধান রস লেভিনসনকে অন্তর্বর্তীকালীন প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব দিয়েছে ইয়াহু পরিচালনা পর্ষদ।
গত জানুয়ারিতে ইয়াহুর প্রধান নির্বাহীর দায়িত্ব নেওয়া থম্পসনের বিরুদ্ধে জীবনবৃত্তান্তে ভুয়া তথ্য দেওয়ার অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলে স্বীকার করেছে প্রতিষ্ঠানটি। এর আগে থম্পসন তাঁর জীবনবৃত্তান্তে শিক্ষাগত যোগ্যতা হিসেবে ভুয়া তথ্য দেওয়ার কথা অস্বীকার করে বলেছিলেন, ওই প্রতিষ্ঠানে প্রধান নির্বাহী হিসেবে নিয়োগ পেতে তিনি কোনো জীবনবৃত্তান্ত জমা দেননি বা ভুয়া তথ্যও সরবরাহ করেননি।
বৃহস্পতিবার ইয়াহুর পরিচালনা পর্ষদের জ্যেষ্ঠ কর্মীদের এক সভায় তিনি এ কথা বলেন। জীবনবৃত্তান্তে ভুয়া তথ্য দেওয়ার বিষয়টি নিয়ে স্কট থম্পসন পদত্যাগ করবেন কি না, এ বিষয়ে ইয়াহুর জ্যেষ্ঠ কর্মকর্তাদের নিয়ে অভ্যন্তরীণ এই সভার আয়োজন করা হয়। তার আগে গত সোমবার পদত্যাগের দাবির মুখে ইয়াহুর সব কর্মকর্তার কাছে ক্ষমা চেয়ে একটি মেইলও পাঠিয়েছিলেন তিনি। কিন্তু ইয়াহুর কর্মকর্তাদের দাবির মুখে রোববার তাঁর পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন থম্পসন।
৪ মে শেয়ারধারীদের পক্ষ থেকে ইয়াহুর ৫ দশমিক ৮ শতাংশ শেয়ারের মালিক থার্ড পয়েন্টের প্রধান নির্বাহী ড্যানিয়েল লোয়েব ইয়াহু পরিচালনা পর্ষদের কাছে একটি চিঠি লেখেন। চিঠিতে থম্পসনের শিক্ষাগত যোগ্যতার সনদ বিষয়ে তিনি তাঁর অভিযোগ জানিয়েছিলেন।