গাড়ি পোড়ানোর রাজনীতি শেষ,
পেট্রোল বোমায় মানুষ হত্যার স্মৃতি মানুষ ভুলেনি!
অপপ্রচার, গুজব আর মিথ্যাচার করে সাধারণ মানুষকে রাস্তায় নামানো যায়নি!
এই আল জাজিরা রাজনীতিও অনেক পুরাতন, শাপলা চত্বরে হাজার হাজার কাল্পনিক মৃতের পরিসংখ্যান এই আল জাজিরাই দেখাতে চেয়েছিলো!
এখন কাতার ভিত্তিক এই সংবাদ মাধ্যমকে ব্যবহার করে আইএসআই এর প্রচ্ছন্ন সহযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টাই বাংলাদেশের সরকার বিরোধী চক্রের সর্বশেষ চেষ্টা!
সরকারের সমালোচনা যোগ্য অনেক কাজ আছে, সরকারের স্বাস্থনীতি তার অন্যতম, দ্রব্যমূল্যের উর্দ্ধগতি এমনকি বিভিন্ন স্থানীয় নির্বাচনকে নিয়েও সমালোচনার সুযোগ আছে! জনগণকে এসব যুক্তিসঙ্গত ইস্যুতে ঐক্যবদ্ধ করে আন্দোলন অতীতে হয়েছে, সম্ভব হলে এখনো হোক!
কিন্তু সেনাবাহিনীকে বিপথগামী হতে উৎসাহ দেয়া রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র!
আর ধর্ম নিয়ে মিথ্যাচার করা রাজনীতি করা যাদের রক্তে মিশে আছে তারা কি আর ধর্ম রাজনীতি ছাড়তে পারে?
কোনভাবে ইসরাইলের সাথে বর্তমান সরকারের একটা কোনরকম সম্পর্ক মিথ্যেভাবে হলেও প্রতিষ্টিত করতে পারলে সংখ্যাঘরিষ্ট ধর্মপ্রাণ মুসলমানের দেশে আওয়ামীলীগ আর ক্ষমতায় থাকতে পারবেনা! হায়রে নাপাক চিন্তার নোংরা রাজনৈতিক দল! বাংলাদেশের মানুষ এখন জানে শেখ হাসিনার সরকারই একমাত্র সরকার যে সরকার সত্যিকার অর্থেই ধর্মকে গুরুত্ব ও সম্মান দেয়, ধর্ম নিয়ে রাজনীতি করেনা! একটি স্যাক্যুলার রাজনৈতিক দল হয়েও নির্দিষ্ট ধর্মের প্রতি তাদের এই আকর্ষণ ও মনোযোগ অবশ্যই সমালোচনার যোগ্য!
তোফায়েল জোসেফ, একজন যাবৎজীবন দন্ডপ্রাপ্ত আসামি ছিলেন, ২২ বৎসর জেলে খেটে ২০১৭ বা ১৮ সালে পর্যাপ্ত প্রক্রিয়া অনুসরণের মাধ্যমে তিনি রাষ্ট্রপতির সাধারণ ক্ষমা পান!
রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শন নিয়ে সমালোচনা হতে পারে, সেই সময়েও সেটা নিয়ে অনেকে কথা বলেছেন! বিরোধী দলগুলো রাজনৈতিক দেউলিপনায় এতটাই নিমজ্জিত ছিলো তা না হলে সাবেক এই ছাত্রলীগ নেতার এভাবে মুক্ত হওয়া নিয়ে তারা একটা হরতালও দিতে পারতো! কিন্তু আজ আল জাজিরায় এই প্রসঙ্গটেনে বাংলাদেশকে মাফিয়া রাষ্ট্র বলার চেষ্টাকারী আমাদের রাজনৈতিক নোংরা পঁচা মানসিকতার দেশবিরোধী চক্রটির প্রতি কেবলই করুণা!
সর্বশেষ এডিট : ০২ রা ফেব্রুয়ারি, ২০২১ ভোর ৬:২৬