সম্পূর্ণ ব্যক্তিগত অভিমান এবং
চার নম্বর সীমান্ত ইউনিয়নের অন্তর্গত
আমার সোনাগাঁও নির্নিমিত্ত এই আমাকে
আমার একাকিত্ব, আমার সরলপন
আমার সংহারপ্রবণ বেপথ
প্রতর্ক উচ্ছাসের মতো বাঁচিয়ে রাখে
মানুষের মন থেকে মানুষ মুছে যায়
সহসা আকাশও রঙ বদলে হাসতে শিখে খুব,
অথচ আমার গ্রাম আমার পূবের নদী
নদী ভরা প্রিয়তর জল, ভাসা জলে ভাষা খোঁজা
অঙ্গার আষাঢ় আমি
প্রত্যহ পরমাত্মীয় পবিত্র জন্মঘর
নীলের যন্ত্রণায় খুঁজে পুরাতন নৈকষ্য আদর
প্রয়োজন পতঙ্গের মতো পরগত
তবুও তো আমারে গণনায় রেখে সুচেতা স্বপ্ন আঁকে
আমার অন্তর কাঁপা প্রশ্বাস প্রান্তরে বন্ধ প্রিয় করমপুর।