আমি সিংগাপুরে James Cook University তে Research Fellow হিসাবে কর্মরত আছি। আমি যে প্রজেক্টটা নিয়ে এই মূহুর্তে কাজ করছি তার জন্য আমাকে বাংলাদেশ থেকে কিছু ডাটা কালেকশন করতে হবে। আমাদের এই প্রজেক্টের কাজে আমার একটা বাংলাদেশের Direct Inward Dialing (DID) নাম্বার দরকার, যেটা হবে ৫টা চ্যানেলের। পরে সেই কলটা আমরা VoIP এর মাধ্যমে সিংগাপুর থেকে অটোমেটিক রিসিভ করতে চাই।
আমার যে তথ্যগুলো দরকার তা হলো অনেকটা এই রকম।
১। আমি জানি না বাংলাদেশে কি VoIP সম্পুর্ণ নিষিদ্ধ নাকি কিছু কোম্পানীর লাইসেন্স আছে? যদি কিছু কম্পানীর লাইসেন্স থাকে তারা কারা, যারা আমাকে এই সার্ভিসটা দিতে পারবে।
২। আমি একটা কোম্পানীর সাথে যোগাযোগ করছিলাম। তারা বলেছে VoIP শুধুমাত্র বাংলাদেশের ভিতরে করা যাবে। বাইরে কল ট্রানফার করা যায় না। এইটা কতটুকু সত্য?
৩। আমাকে উপরের সার্ভিসটা দিতে পারে এমন কি কেউ নাই? আমি হয়তো বাংলাদেশে গিয়ে এই কাজটা করতে পারি কিন্তু এটা সময় সাপেক্ষ এবং আমার কাছে ঝামেলাপুর্ণ বলেই মনে হচ্ছে।
৪। যদি VoIP এর মাধ্যমে দেশের বাইরে কল না ট্রান্সফার করা না যায় তাহলে আমার কাছে আর একটা অপশন আছে, যেটা নিয়ে আমাদের অনেক ব্লগার ভাইয়েরা কাজ করে এবং তারা নিজেরা অথবা তাদের অনেক বন্ধুরা সেই রকম কোম্পানীতে কাজ করে। আমার এই অপশনটা হলো “আমাকে যদি কেউ একটা Dedicated hosting service দেয় তাদের server এ । তাহলে আমাদের ডাটাগুলো তাদের সার্ভাবে স্টোর হলে আমরা বাংলাদেশ গিয়ে পরে ডাটা গুলো নিয়ে আসলাম অথবা FTP server এর মাধ্যমে ডাটাগুলো আমরা সিংগাপুর থেকে পেয়ে গেলাম।”
যদি কোন ব্লগার বন্ধু এই রকম কোম্পানীতে কর্মরত থাকেন অথবা আপনাদের কোন বন্ধু আছে অথবা কোন কোম্পানী এই রকম সার্ভিস দেয় বলে আপনারা জানেন তাহলে দয়া করে আমাকে একটু ইমেইল করে জানাবেন অথবা তার ইমেইল বা কন্টাক্ট নাম্বারটা দিয়ে আমাকে সাহায্য করবেন। বিষয়টা অনেকটা জরুরী আমার।
আমার ইমেইলঃ [email protected]/ Cell: +65 83951530