আর পারছি না----- একটু চা-কফি না খেলে-----
আপনি যদি বাংলাদেশ থেকে আসতে চান তাহলে আপনাকে ভিজিট ভিসার জন্য আবেদন করতে হবে সিংগাপুর ইমিগ্রেশন এন্ড চেকপয়েন্ট অথরিটি বরাবর। অবশ্য আবেদন করতে হবে অনলাইনে। পরে তাদের ইন্সট্রাকশন অনুযায়ী কাজ করলে সর্বোচ্চ ৩ মাসের ভিজিট ভিসা পেয়ে যাবেন। খরচ কিরুপ হতে পারে তার একটা নমুনা দিচ্ছি। ভিসার আবেদনের জন্য ৩০ সিংগাপুর ডলার। তারপর আপ-ডাউন বিমান ভাড়া ৬০০-৭০০ ডলার। ১ সিংগাপুর ডলার=৫০ টাকা। এরপর এখানে আসার পর আপনি যদি নরমাল হোটেলে ওঠেন তাহলে আপনি মাত্র ৪০ ডলারে হোটেল পেয়ে যাবেন। এরপ্র আপনি ঘুরতে পারেন আপনার ইচ্ছামত। আজ এক সুইস বন্ধুর সাথে গিয়েছিলাম সেন্তসায়। যাকে বলা হয় সিংগাপুরের সৌন্দর্য্যের মধ্যমনি। আপনাদের সাথে শেয়ার করলাম কিছু ছবি। সত্যি এত সুন্দর যে হতে পারে কোন জায়গা তা আজ না দেখলে আমার বিশ্বাস হতো না।
আমাদের কক্সবাজারও খুব সুন্দর কিন্তু দিন দিন ডেভেলোপাররা যা করছে তাতে আমাদের কক্সবাজার কত দিন ভাল থাকে চিন্তার বিষয়।
সর্বশেষ এডিট : ১২ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১০:০৭