কীভাবে এতোটা সময় আমাকে আমার কাছে থাকতে হবে ভাবতেই পারি না।
রাজপথের কংক্রিটে, পিচের উদরে, কাভার্ড ভ্যানের চাকায় পিষে
অহরহ মরতে দেখেছি সোনালু, কৃষ্ণচূঁড়া ও বৃক্ষের অনাথ পাতা কে
ওদের রক্তে আজ যত্রতত্র গজে ওঠেছে শহীদ মিনার। আমি উদগ্রীব।
সমান্তরাল দুইশ ছয়খানা হাড্ডি দিয়ে ঈশ্বর
দিয়াশলাই না বানিয়ে আমাকে মানুয করায় আমি বিষ্মিত, ক্ষুব্ধ।
আমার দেহে ম্যাগমার উত্তাপ
আমি মানুষ, মানতে পারি না ।
অলিয়েস ফ্রসেজে জীবিত আছে সভ্যতা, মানতে পারি না।
ইতিহাসের যে সব খরস্রোতা নদীতে এখনো চলাচল করে মিথ্যার ইস্টিমার
আমি তার গায়ে থুতু দেই।
ছাপার ডাইসের কবিতা- রঙ্গীন অলীক আশ্বাস আমি বিশ্বাস করি না।
প্রিয়তমার হাত- বিশ্বাস করি না।
মুক্ত বাজার অর্থনীতি- বিশ্বাস করি না।
সাপের বিষদাঁত গণতন্ত্রের চেয়ে বেশী মৃত্যুমোহী- বিশ্বাস করি না
আমি বিশ্বাস করি না প্রেম, আমি বিশ্বাস করি না মোহ ও অলিন্দে
আমি বিশ্বাস করি আগুনে, কালো দ্রোহে।
আমি বিশ্বাস করি এ পৃথিবীকে শোষণ মুক্ত করতে পারে
কেবল সংগবদ্ধ আগুন।
আমার স্থির বিশ্বাস আমি আবার মানুষ থেকে দিয়াশলাই হবো।
সাড়ে তিন কোটি জাহান্নামের অভুক্ত কীট ছেড়েছি দেহে
ওরা আমাকে খেয়ে সাবাড় করুক, দ্র্রুত।
আমি বিশ্বাস করি তারা হয়তো অচিরেই
আমাকে মুক্ত করবে আমার থেকে।
আমার হাড় হাড্ডি তারাই হবে দিয়াশলাই, তারাই জ্বালাবে আগুন
এ পৃথিবী, তামাম নক্ষত্র জ্বলবে
জ্বলে জ্বলে থিতু হবে। থিতু হবে সকল বর্ণহীন সত্য।