এক ফোঁটা বৃষ্টি,
হতে পারে হাজার ফোঁটা
অনুভুতি - সৃষ্টির কারন
একান্তে অনুভুতি আর – প্রচন্ড আবেশে কাছাকাছি,
পাশাপাশিতে অবস্থানের -
আনন্দক্ষন তুমি আমার কাছে, অনুভবে –
বৃষ্টির ফোঁটায় ফোঁটায়।
প্রতিটি বৃষ্টিকণা ছড়িয়ে দেয় শীতল
স্নীগ্ধ শিহরন, শিরায় শিরায়
অজস্র স্রোতস্বিনীর ধারায় –
অবিরাম আনন্দ –
তোমার ছোঁয়া, তোমার পাওয়া
বৃষ্টির ফোঁটায় ফোঁটায়।
রক্ত কণার গতি, দেয় বাড়িয়ে
নিয়ে যায়, সহস্রাব্দিতে হারায় –
তোমার কাছে আমি, আমার কাছে তুমি
বৃষ্টির ফোঁটায় ফোঁটায়।
সর্বশেষ এডিট : ০৭ ই নভেম্বর, ২০১৮ সকাল ১১:৩৫